ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে অলিভ অয়েল। তাই বিভিন্ন ত্বক পরিচর্যার প্রসাধনীতে প্রায়শই দেখা যায় অলিভ অয়েলের ব্যবহার। রূপচর্চা শিল্পীদেরও প্রায়শই বলতে শোনা যায় মুখে অলিভ অয়েল মাখার কথা। যাঁদের বয়স চল্লিশ পেরিয়েছে, আয়নার দিকে তাকিয়ে যাঁরা মুখের বলিরেখা এবং সূক্ষ্ম রেখা দেখে চিন্তায় ভুগতে শুরু করেছেন, তাঁরা নিয়মিত অলিভ অয়েল দিয়ে ত্বকের যত্ন নেওয়া শুরু করতে পারেন। বহু অ্যান্টি এজিং ক্রিমের থেকে তা বেশি কার্যকর হতে পারে।
১. অলিভ অয়েল ও মধুর ফেসপ্যাক
এই প্যাকটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে নরম ও মসৃণ করতে খুবই উপকারী। মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে।
উপকরণ: ১ চা চামচ অলিভ অয়েল এবং ১ চা চামচ মধু
প্রণালী: একটি পাত্রে অলিভ অয়েল এবং মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি পরিষ্কার মুখে এবং গলায় আলতো করে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে দিন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. অলিভ অয়েল ও লেবুর রসের ফেসপ্যাক
লেবুর রসে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং হালকা দাগছোপ দূর করতে সাহায্য করে। তবে, লেবুর রস ব্যবহারের পর অবশ্যই রোদে বের হবেন না এবং সংবেদনশীল ত্বকে ব্যবহার এড়িয়ে চলুন।
উপকরণ: ১ চা চামচ অলিভ অয়েল এবং ১/২ চা চামচ (অর্ধেক) লেবুর রস
প্রণালী: অলিভ অয়েল ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলোর সাহায্যে মুখে ও গলায় লাগান (চোখের চারপাশের সংবেদনশীল ত্বক এড়িয়ে)। ৫-৭ মিনিট রেখে দিন। ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
৩. অলিভ অয়েল ও অ্যাভোকাডো ফেসপ্যাক
অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় ও নরম রাখে।
উপকরণ: ১ টেবিল চামচ চটকে নেওয়া পাকা অ্যাভোকাডো এবং ১ চা চামচ অলিভ অয়েল
প্রণালী: একটি পাত্রে চটকে নেওয়া অ্যাভোকাডোর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।