আলু থেঁতো করে চোখের তলায় দিলে চোখের কালি দূর হয়— এমন দাবি বহু বছর ধরে করে আসছেন রূপটান শিল্পীরা। তবে এ ছাড়াও আলু দিয়ে বানানো যেতে পারে ফেসপ্যাক। যা ত্বকের আর্দ্রতা রক্ষা করার পাশাপাশি ত্বকে ঔজ্জ্বল্য আনবে, ব্রণ-ফুস্কুড়ির সমস্য মেটাবে, দাগ ছোপ দূর করবে তো বটেই, পাশপাাশি মৃত কোষও দূর করবে।
১। ত্বকে ঔজ্জ্বল্য আনতে
আলু কেটে মিক্সিতে বেটে ছাঁকনিতে ছেঁকে রস বার করে নিন। তার সঙ্গে মেশান মধু। ভাল ভাবি মিশিয়ে ২০-২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। এতে ত্বকে আর্দ্রতাও বজায় থাকবে।
২। রোদে জ্বলা দাগ-ছোপ দূর করতে
একটি আলুকে বেটে নিয়ে সেই মিশ্রণের সঙ্গে মেশান লেবুর রস এবং এক চিমটে হলুদ। ভাল ভাবে মিশিয়ে মুখে, হাতে, গলায়, ঘাড়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর্যন্ত রেখে ধুয়ে ফেলুন। এতে রোদে জ্বলা ভাব যেমন দূর হবে। তেমনই ত্বকের কালচে দাগ ছোপও দূর হবে।
৩। মৃত কোষ দূর করতে
আলু বেটে নিয়ে সেই মিশ্রণের সঙ্গে দই এবং বেসন মিশিয়ে মুখে ঘষে ঘষে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে। তার পরে অল্প জল দিয়ে ঘষে ঘষে তুলুন। শেষে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বক হবে ঝলমলে।