শীতে টোনারের কী প্রয়োজন? সে তো তৈলাক্ত ত্বকের জন্যই মূলত দরকার হয়। শীতে যেখানে ত্বক এমনিতেই রুক্ষ-শুষ্ক দেখায়, সেখানে টোনারের কাজ কি? শীতে টোনার ব্যবহারের প্রসঙ্গ উঠলে এমন নানাবিধ প্রশ্ন মনে উদয় হতেই পারে। তবে রূপচর্চাশিল্পীরা বলেন শীতেও টোনার ব্যবহার করা উচিত।
শীতে টোনার ব্যবহার করা জরুরি কারণ, তা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। টোনারও ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। তা ছাড়া শীতে ত্বকে ক্রিম বা ময়েশ্চারাইজ়ার মাখার আগে টোনার লাগালে তা ত্বকের সর্বত্র আর্দ্রতা পৌঁছে দিতেও সাহায্য করে। তবে শীতে টোনারের ধরন হবে ভিন্ন। অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করাই শ্রেয়। সে ক্ষেত্রে কিছু প্রাকৃতিক টোনার কাজে লাগতে পারে।
১. গোলাপ জল এবং গ্লিসারিন
গোলাপ জল ত্বককে সতেজ করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখে, আর গ্লিসারিন একটি চমৎকার হিউমেক্ট্যান্ট যা পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকে ধরে রাখে। এটি শীতকালের শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। রাতে শুতে যাওয়ার আগে গোলাপ জলের সাথে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিয়ে মুখে তুলে দিয়ে থুপে থুপে লাগিয়ে নিন।
২. শসা এবং অ্যালোভেরা টোনার
শসা ত্বককে ঠান্ডা রাখে, আরাম দেয় এবং আর্দ্র রাখতে সাহায্য করে। অ্যালোভেরা শুষ্কতা দূর করে ত্বককে নরম রাখতে সাহায্য করে। এই মিশ্রণটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য খুব ভালো। শসার রস বের করে তাতে সামান্য অ্যালোভেরা জেল যোগ করে মিশিয়ে নিন তার পরে ওই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। সারা দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে এটি মুখে লাগিয়ে বিশ্রাম নিলে ত্বকও আরাম পাবে। আপন
৩. গ্রিন টি এবং মধুর টোনার
গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা ত্বককে আর্দ্র এবং নরম রাখে, যা শীতের জন্য আদর্শ। গ্রিন টি তৈরি করে পুরোপুরি ঠান্ডা করুন। এবার এই ঠান্ডা গ্রিন টি-তে সামান্য মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটিও সন্ধ্যায় বা ঘুমোতে যাওয়ার ঘণ্টা খানেক আগে মুখে মাখতে পারেন।