যাঁরা মেকআপ ছাড়া বাইরে বেরোন না, গ্রীষ্মকাল তাঁদের জন্য বড়ই ঝক্কির। প্যাচপেচে ঘামের দাপটে মেকআপ গলে যেতে থাকে, অথবা কালো কালো ছোপ পড়তে থাকে। তখন মনে হবে, মেকআপ ছাড়া বেরোলে হয়তো ভাল হত।
কিন্তু সেজেগুজে আফসোস কেন করবেন? বরং নিজের মেকআপ করার পন্থায় ছোট ছোট বদল আনুন, যাতে অসহ্য গরমেও প্রসাধন থাকে অক্ষুণ্ণ। রইল পাঁচটি কৌশল, যা মেনে চললে গ্রীষ্মে পরিচ্ছন্ন, ঘামমুক্ত মেকআপ নিয়ে চলতে পারবেন সারা দিন।

গাঢ়, ঘন, তৈলাক্ত এবং ভারী ফর্মুলার পণ্য ব্যবহার করবেন না। ছবি: সংগৃহীত।
১. বরফজলে মুখ ধোয়া: সমাজমাধ্যমে রিল ভিডিয়োর মাধ্যমে এই টোটকার জনপ্রিয়তা বেড়েছে। তবে কিছু ক্ষেত্রে এর উপকারিতা সত্যিই রয়েছে। ঠিক যেমন, মেকআপ করার আগে ত্বকের প্রস্তুতিপর্বে এই কৌশল মেনে দেখতে পারেন। ঘামহীন মেকআপ পাওয়ার কার্যকরী টোটকা। ত্বকের ছিদ্রগুলি সঙ্কুচিত হয়ে টানটান হয় ত্বক। ফলে মেকআপে প্যাচ পড়ে না। সকালে উঠে হিমশীতল জলে কয়েক বার মুখ ডুবিয়ে নিন। প্রতি বার ৫ সেকেন্ড করে রাখবেন।
২. হালকা পণ্য ব্যবহার: গাঢ়, ঘন, তৈলাক্ত এবং ভারী ফর্মুলার পণ্য ব্যবহার করবেন না। হালকা ফর্মুলেশন বেছে নিন, যা সহজেই ত্বকে শোষিত হয়। ৪ ধাপের সহজ রুটিন মেনে মেকআপ করুন। যা মুখের তেল ও ঘাম নিয়ন্ত্রণ করবে। ভিটামিন সি এবং নিয়াসিনামাইড সমৃদ্ধ পণ্যগুলি বেছে নিন। জেলের ময়েশ্চারাইজ়ার এবং ম্যাটিফাইং সানস্ক্রিন মাখবেন। সেগুলি পুরোপুরি শোষিত না হলে মেকআপ শুরু করবেন না।
৩. প্রাইমার ব্যবহার: অনেকেই প্রাইমার ব্যবহার না করেই মেকআপ করেন। শুরুতেই ফাউন্ডেশন লাগিয়ে মেকআপ শুরু করেন। আর তাই রোমকূপে ফাউন্ডেশন আটকে প্যাচ তৈরি করে। কিন্তু ভাল ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করলে ত্বকের সঙ্গে সরাসরি যোগ থাকে না ফাউন্ডেশনের। তা ব্রণ হতে, মেকআপের অবশিষ্টাংশ এবং ঘাম জমতে বাধা দেয় ত্বকে। প্রাইমার মাখলে গরমে মেকআপ গলে যাবে না অবং আর্দ্র আবহাওয়ায় পরিচ্ছন্ন দেখাবে।
৪. নামমাত্র ফাউন্ডেশন: আর্দ্র আবহাওয়ায় মাত্র কয়েক ফোঁটা ফাউন্ডেশন ব্যবহার করলেই আপনি ঘামহীন মেকআপ লুক পাবেন। মেকআপ মানেই বেশি পরিমাণে মুখে ফাউন্ডেশন লাগানো নয়। বরং ত্বককে শ্বাস নিতে দিলে ঔজ্জ্বল্য বজায় থাকে। সিরাম ফাউন্ডেশন ব্যবহার করুন, যা তুলনায় হালকা। ফলে আঠালো ভাবও থাকে না। একাধিক স্তরের মেকআপে আদপে কোনও লাভ হয় না। ফাউন্ডেশনের উপর বিবি ক্রিম বা টিন্টেড ময়েশ্চাইরাইজ়ার মেখে নিন।
৫. স্মাজ-প্রুফ উপাদান: কাজল, আইলাইনার, আইশ্যাডো এবং মাসকারা, চোখের সমস্ত পণ্য যেন স্মাজ-প্রুফ হয়। চোখের মেকআপ যেন সহজে ঘেঁটে না যায়। কন্ট্যুর এবং হাইলাইটার প্যালেটের ফর্মুলেশন সে রকমই হওয়া উচিত, যাতে মুখে কালো ছোপ না পড়ে।