পুরুষেরা নাকি সোনার আংটি! তাঁদের দেখতে যেমনই হোক কিছু যায় আসে না। এমন একটা ধারণা সমাজে ছিল এবং বহু মানুষের মধ্যে এখনও রয়ে গিয়েছে। তবু সেই ধারণাকে গুরুত্ব না দিয়ে ইদানীং বহু পুরুষই ত্বকের যত্ন নেন। নিদেনপক্ষে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া, ময়েশ্চারাইজ়ার ব্যবহারের মতো ন্যূনতম কিছু জিনিস মেনে চলেন। কিন্তু অভিনেতা ইমরান হাশমি সম্ভবত পুরনো ধারণাতেই বিশ্বাসী। কারণ এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে ত্বকের যত্নের জন্য তিনি কিছুই তেমন করেন না। বিষয়টি নিয়ে তিনি এতটাই কম ভাবেন যে, মাঝে মধ্যে হ্যান্ড ওয়াশ দিয়েও মুখ ধুয়ে ফেলেন।
ইমরান অভিনেতা। তাঁর বরং ত্বকের প্রতি বেশি যত্নবান হওয়ার কথা। কারণ তিনি যে পেশায় রয়েছেন, সেখানে দেখতে কেমন লাগছে, সেই বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অভিনেতা সেই প্রসঙ্গেই বলেছেন, ‘‘আমাকেও যে ত্বকের জেল্লা নিয়ে কথা বলতে হতে পারে, তা ভাবতে পারিনি। কিন্তু ‘হক’-এর শুটিংয়ে আমার পরিচালক দেখলাম নায়িকাকে ছেড়ে আমার ত্বকের গ্ল্যামার নিয়ে মশগুল। আমাকে জিজ্ঞাসা করে ফেলল কী খাই, কী মাখি— এই সব! তখনই ওকে বলেছিলাম, আমি তো হ্যান্ড ওয়াশ দিয়েও মুখ পরিষ্কার করে ফেলি মাঝে মাঝে!’’
ইমরান জানিয়েছেন, ত্বকের যত্ন বলতে তিনি মুখে ময়েশ্চারাইজ়ার মাখা বোঝেন। তার বেশি খুব একটা কিছু নয়। মেক আপ করার সময়ও তাঁর মূলত চোখের নীচের অংশেই মেক আপের দরকার পড়ে। তার বেশি কিছু নয়।
তবে কি পুরুষদের ত্বকের যত্নের প্রয়োজন পড়ে না?
পুরুষদের ত্বক নিয়ে নানা রকম উপদেশ ও পরামর্শ দিয়ে থাকেন রূপচর্চা শিল্পী তরুণ মোলরি। আমেরিকা নিবাসী ওই ভারতীয় ত্বক পরিচর্যা শিল্পী জানাচ্ছেন, পুরুষের ত্বকেরও ততটাই যত্ন নেওয়া জরুরি, যতটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ পুরুষদের এমন অনেক সমস্যা রয়েছে, যা মহিলাদের হয় না।
যেমন— ১। পুরুষদের ত্বক বেশি তৈলাক্ত হয়। ২। তাদের ত্বকের রন্ধ্রপথ বন্ধ হওয়ার ঝুঁকি থাকে বেশি। ৩। যেহেতু পুরুষের মুখে দাড়ি গোঁফ থাকে, তাই তাদের মুখে ব্যাক্টেরিয়ার সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। এমনকি, দাড়ি কামানোর নিয়মিত অভ্যাস থাকলে, তা থেকেও অসাবধানতাজনিত কিছু সমস্যা হতে পারে।
পুরুষদের ত্বকে কী ধরনের যত্ন নেওয়া জরুরি?
১। ত্বক পরিচর্যা শিল্পী বলছেন, অন্তত দু’বার ভাল ভাবে মুখ ধোয়া প্রয়োজন। তাতে মুখ থেকে নোংরা এবং অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে।
২। সপ্তাহে অন্তত ২-৩ বার ত্বকের মৃতকোষ দূর করার জন্য স্ক্রাবিংও করা জরুরি। তা না হলে মৃতকোষ জমে ত্বকে ব্রণ বা ফুস্কুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। যা দাড়ি কাটার সময়ে বিপদ বাড়িয়ে দিতে পারে।
৩। নিয়মিত খুব হালকা ধরনের জেল জাতীয় ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা উচিত।
৪। রোদে বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচি