ফ্যাশনে আবার ফিরেছে ‘বার্বিম্যানিয়া’! একটা সময় ছিল, যখন বার্বির দেখাদেখি মহিলাদের ফ্যাশনে ছিল ‘বো’-এর দাপট। মাথায় হোক কিংবা পোশাকে, বলিউড, হলিউডের নায়িকাদের ফ্যাশনেও একটা সময় নিয়মিত দেখা যেত ‘বো’-এর আধিক্য। ‘বো’ ফের তারকাদের ফ্যাশনে খুব বেশি মাত্রায় ‘ইন’। বলিউডের সুন্দরীরা নানা রকম ভাবে স্টাইল করছেন ‘বো’ দিয়ে। নায়িকাদের পোশাক হোক কিংবা জুতো, সাজের অনুষঙ্গ হোক বা গয়না— সবর্ত্রই চোখে পড়বে ‘বো’। সম্প্রতি আলিয়া ভট্টের ফ্যাশনেও চোখে পড়েছে রকমারি ‘বো’-এর বাহুল্য।
ছুটির মেজাজে রয়েছেন আলিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী তাঁর ক্রিসমাস উদ্যাপনের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে ধরা পড়েছে তাঁর ফ্যাশন ফিয়েস্তা। অভিনেত্রী তিনটি লুক শেয়ার করেছেন এবং প্রতিটিই বেশ নজরকাড়া। আলিয়ার ফ্যাশনে তিনি আলাদা ভাবে গুরুত্ব দিয়েছেন ‘বো’কে। নায়িকা আবারও প্রমাণ করে দিয়েছেন যে তিনি কী অনায়াসে গ্ল্যামার এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে জানেন।
উৎসবের মরসুমে আলিয়ার ফ্যাশনে ‘বো’-এর রমরমা তাঁর সাজে বেশ নতুনত্ব এনেছে। ছবি: ইনস্টাগ্রাম।
প্রথম লুকে আলিয়ার পরনে ছিল সাটিনের কালো পোশাক। হাতা কাটা পোশাকটি এমনিতে খুবই সাধারণ। তবে তার হাতায় সবুজ শিমারের নকশাটি আলিয়ার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। পোশাকের সঙ্গে আলিয়া সবুজ রঙের ‘বো’ লাগিয়েছেন মাথায়। আলিয়ার ছিমছাম সাজে আলাদাই মাত্রা এনেছে এই ‘হেয়ার অ্যাক্সেসরি’টি।
দ্বিতীয় লুকে আলিয়া সাজে রাঙা হয়েছেন। আলিয়ার পরনের লাল ব্যাকলেস শাড়ি ড্রেসটি পার্টির মরসুমের জন্য একেবারে ‘পারফেক্ট’। লাল পোশাকের সঙ্গে কনস্ট্রাস্ট রেখে নায়িকা একটি কালো রঙের ‘বো’ পরেছেন। হালকা মেকআপ করেও আলিয়ার সাজ হয়েছিল চোখ ধাঁধানো।
শেষ লুকে আলিয়া পরেছিলেন একটা অফ সোল্ডার কালো রঙের মিনি ড্রেস। সঙ্গে কালো স্টকিংস। পোশাকটি সাধারণ হলেও একটা মেরুন রঙের ‘বো’ ক্লিপের সাহায্যেই আলিয়া নিজের গোটা সাজটা পুরোপুরি বদলে ফেলেছেন।
নায়িকার চুলের বাঁধনের কায়দা তিনটি লুককেই আকর্ষণীয় করে তুলেছে। সব পোশাকের সঙ্গেই আলিয়া হাফ-টাই হেয়ারস্টাইল বেছে নিয়েছেন। পার্টির মরসুমে যাঁরা চুল নিয়ে একটু কায়দা করতে চান, অথচ খুব বেশি বাহারি হেয়ার স্টাইল করতে খুব বেশি পটু নন, তাঁরা আলিয়ার এই ‘বো ট্রেন্ড’ অনুসরণ করতে পারেন। যদিও ২০২৪ সাল থেকেই ‘বো’ নতুন করে ফ্যাশনে ফিরেছে। তবে উৎসবের মরসুমে আলিয়ার ফ্যাশনে ‘বো’-এর রমরমা তাঁর সাজে বেশ নতুনত্ব এনেছে। পুরনো হয়েও পুরনো হয়নি ‘বো’-এর বাঁধন।