Advertisement
E-Paper

সাদা, ফুলেল শাড়িতে রাজ কপূরের জন্মোৎসবে হাজির আলিয়া! কালো গলাবন্ধে যোগ্য সঙ্গত রণবীরের

মুম্বইয়ে শুরু হয়েছে রাজ কপূর চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে অনুষ্ঠানে হাজির ছিলেন টিনসেল টাউনের অভিনেতা-অভিনেত্রীরা। কপূর পরিবারের পুত্রবধূ আলিয়া ভট্টের উপস্থিতিও ছিল নজরকাড়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:২৯
Ranbir Kapoor and Alia Bhatt

অভিনেতা রণবীর কপূরের সঙ্গে স্ত্রী আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেতা রাজ কপূরের জন্মশতবর্ষ উপলক্ষে মুম্বইয়ে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব।

সেই উপলক্ষে অনুষ্ঠানে হাজির ছিল গোটা কপূর পরিবার। উপস্থিত ছিলেন সেই পরিবারেরই পুত্রবধূ অভিনেতা রণবীর কপূরের স্ত্রী আলিয়া ভট্টও। সেই সময়ে রুপোলি পর্দার ‘সাদা-কালো’ থিমকে মাথায় রেখেই সকলে তেমনই পোশাক বেছে নিয়েছিলেন। তবে তারই মধ্যে নজর কেড়েছে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আলিয়ার দুধ-সাদা মখমলের শাড়িটি।

Alia Bhatt

অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম।

হালকা বেগনি বা ল্যাভেন্ডার রঙের সরু পাড়ের শাড়িটি জুড়ে রয়েছে ছোট ছোট ফুল-পাতার নকশা। সঙ্গে মানানসই ‘ভি-কাট’ গলার ব্লাউজ়ে আলিয়া হয়ে উঠেছিলেন যেন বিগত দিনের ছবির নায়িকা। একেবারে ‘নো মেকআপ’ লুক, ঢেউ খেলানো খোলা চুল, সঙ্গে হালকা মুক্তোর চোকার ছিল আলিয়ার গলায়। মুক্তোর মালার মাঝখানে বসানো গাঢ় সবুজ রঙের একটি পান্না। গয়নাটিও সব্যসাচীর সংগ্রহ থেকে নেওয়া।

Alia Bhatt

অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম।

আলিয়ার সাদা শাড়ির সঙ্গে পাল্লা দিতে রণবীর কপূর হেঁটেছেন একেবারে বিপরীত সরণি দিয়ে। অর্থাৎ, কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন তিনি। কালো ভেলভেটের শেরওয়ানির সঙ্গে সাদা পাজামা পরেছিলেন রণবীর। পায়ে ছিল মানানসই জুতো।

Alia Bhatt Ranbir Kapoor Raj Kapoor 100th birth anniversary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy