অভিনেতা রাজ কপূরের জন্মশতবর্ষ উপলক্ষে মুম্বইয়ে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব।
সেই উপলক্ষে অনুষ্ঠানে হাজির ছিল গোটা কপূর পরিবার। উপস্থিত ছিলেন সেই পরিবারেরই পুত্রবধূ অভিনেতা রণবীর কপূরের স্ত্রী আলিয়া ভট্টও। সেই সময়ে রুপোলি পর্দার ‘সাদা-কালো’ থিমকে মাথায় রেখেই সকলে তেমনই পোশাক বেছে নিয়েছিলেন। তবে তারই মধ্যে নজর কেড়েছে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আলিয়ার দুধ-সাদা মখমলের শাড়িটি।

অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম।
হালকা বেগনি বা ল্যাভেন্ডার রঙের সরু পাড়ের শাড়িটি জুড়ে রয়েছে ছোট ছোট ফুল-পাতার নকশা। সঙ্গে মানানসই ‘ভি-কাট’ গলার ব্লাউজ়ে আলিয়া হয়ে উঠেছিলেন যেন বিগত দিনের ছবির নায়িকা। একেবারে ‘নো মেকআপ’ লুক, ঢেউ খেলানো খোলা চুল, সঙ্গে হালকা মুক্তোর চোকার ছিল আলিয়ার গলায়। মুক্তোর মালার মাঝখানে বসানো গাঢ় সবুজ রঙের একটি পান্না। গয়নাটিও সব্যসাচীর সংগ্রহ থেকে নেওয়া।

অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম।
আলিয়ার সাদা শাড়ির সঙ্গে পাল্লা দিতে রণবীর কপূর হেঁটেছেন একেবারে বিপরীত সরণি দিয়ে। অর্থাৎ, কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন তিনি। কালো ভেলভেটের শেরওয়ানির সঙ্গে সাদা পাজামা পরেছিলেন রণবীর। পায়ে ছিল মানানসই জুতো।