দীপাবলির পরে ত্বকের জেল্লা ফেরানোর টিপ্স দিলেন চাঙ্কি-কন্যা। ছবি: সংগৃহীত।
সেই দুর্গাপুজো থেকে সাজগোজের মরসুম চলছে। কখনও হালকা মেকআপ, কখনও চড়া— যার প্রভাবে ত্বকের হাল বেশ খারাপ হয়েছে। তার উপরে তাপমাত্রার যেমন ওঠানামা চলছে তাতে মুখের চামড়া শুকিয়ে যাচ্ছে। জেল্লা হারাচ্ছে ত্বক। তার মধ্যেই দীপাবলি, ভাইফোঁটার অনুষ্ঠান রয়েছে। রাতভর পার্টি চলবে। নানা রকম প্রসাধনীর ছোঁয়ায় মোহময়ী হয়ে উঠবেন আপনিও। একেই সাজসজ্জার বহর, তার উপরে আতশবাজির ধোঁয়ায় ত্বকের বারোটা বাজবে। ঠিকমতো যত্ন না দিলে মেকআপ তোলার পরেই ত্বকে কালচে দাগছোপ পড়ে যেতে পারে। ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হয়ে ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দেখা দিতে পারে।
দীপাবলি বা ভাইফোঁটাই তো শেষ নয়। এর পর গোটা ডিসেম্বর জুড়ে আরও অনেক পার্বণই রয়েছে। তার আগেই যদি ত্বকের এমন দশা হয়, দেখতে মোটেই ভাল লাগে না। তাই অতিরিক্ত মেকআপের ভারে অনুজ্জ্বল ত্বকের যত্ন নিতে কী কী করতে পারেন, তার টিপ্স দিলেন অনন্যা পাণ্ডে।
১) যত রাতই হোক না কেন, বাড়ি ফিরে ধৈর্য ধরে মেকআপ তুলতেই হবে। মুখের কোনও অংশে বিন্দুমাত্র মেকআপ থেকে গেলে তা ত্বকের ক্ষতি করতে পারে। ভাল কোনও ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে ক্লিনজ়িং পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে।
২) মেকআপ তোলার পর স্ক্রাব করে মৃত কোষ তুলে ফেলতে হবে। তার জন্য কাঁচা দুধ, বেসন, মধুর চেয়ে ভাল কিছু হতে পারে না। এই সব উপকরণ মিশিয়ে আলতো করে ত্বকে মালিশ করে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের উন্মুক্ত ছিদ্রের মধ্যে ঢুকে থাকা মেকআপ প্রসাধনীর অবশিষ্ট অংশটুকুও বেরিয়ে যাবে।
৩) ত্বক ভাল রাখতে সব সময়েই সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন অনন্যা। ভিটামিন সি যুক্ত সানস্ক্রিনই ব্যবহার করতে হবে।
৪) ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে নিয়ম করে টোনার মাখেন অনন্যা। গোলাপজল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাড়িতেই শসার রস বা আলুর রসের সঙ্গে অ্যালো ভেরা জেল বা ভিটামিন ই মিশিয়ে ব্যবহার করতে পারেন।
৫) ত্বকে যাতে বলিরেখা না পড়ে, সে জন্য গ্লাইকোলিক অ্যাসিড থাকে অনন্যার রূপচর্চার রুটিনে। দীপাবলির পরে ত্বকের জেল্লা ফেরাতে এটি ব্যবহার করতে পারেন। তবে ত্বক খুব স্পর্শকাতর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করুন।
৬) দুর্গাপুজোর পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছে। এই সময়ে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়ার মতো ঘটনা খুবই স্বাভাবিক। তাই নিয়ম করে প্রতি দিনের রূপচর্চায় সিরাম যোগ করা অত্যন্ত জরুরি।
৭) সিরাম ব্যবহার করছেন বলে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে ভুলবেন না। অনন্যা জানিয়েছেন, রাতে শোয়ার আগে ত্বকে ময়েশ্চারাইজ়ার মাখা খুবই জরুরি। এতে ত্বক নরম ও পেলব থাকবে। দাগছোপ সহজে পড়বে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy