চুলে পাক ধরছে? আর তাতেই চেহারায় এসে যাচ্ছে বুড়োটে ভাব? চুল রং করার সবচেয়ে সহজ উপায় কেমিক্যাল ডাই অথবা চুলে রং করা। তবে এতে চুলের বারোটা বাজবেই। তার চেয়ে ঘরোয়া উপায়ে চুলে রং করা ভাল।
পাকা চুল কালো করার সবচেয়ে ভাল উপায় লিকার চা। চায়ের লিকারের মতো প্রাকৃতিক কন্ডিশনার খুব কমই আছে। এক কাপ জলে চা ফেলে তা ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এই লিকার চা চুলে ঢেলে কয়েক মিনিট রেখে দিন। তার পর শ্যাম্পু করে নিন। পর পর কয়েক সপ্তাহ এটি মেনে চললে ধীরে ধীরে রং ফিরে আসবে চুলে।
লিকার চা ব্যবহারের পদ্ধতি
১) লিকার চা ফুটিয়ে
এক কাপ ঈষদুষ্ণ জলে তিনটে লিকার চায়ের টি-ব্যাগ ও ২ চা-চামচ গুঁড়ো চা ফেলে দিন। ভাল করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ চুলে মাখতে হবে। আধ ঘণ্টার মতো থেকে শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন:
২) চা ও কফির মিশ্রণ
দু'কাপ জলে ২ চা-চামচ কফি ও ৩ চা-চামচ গুঁড়ো চা ভাল করে ফুটিয়ে নিন। জলের রং গাঢ় হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এই মিশ্রণ চুলে মেখে রাখতে হবে ঘণ্টা দুয়েক। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
৩) লিকার চা-মেথি-আমলকি
তিন কাপ জলে দু'চা চামচ কালো চায়ের গুঁড়ো, ৩ চা-চামচ আমলকির গুঁড়ো ও ২ চা-চামচ মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এই মিশ্রণ চুলে মেখে ঘণ্টা দুয়েক রাখতে হবে। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।