Advertisement
E-Paper

সমাজমাধ্যমে আপনার অ্যাকাউন্ট ‘চুরি’ হয়নি তো? চোখের পলকে হ্যাকিং ধরবে তিন ‘টুল’

আপনার প্রতিটি অ্যাকাউন্টে কেউ গোপনে নজর রেখে চলেছে কি না, তা বুঝবেন কী ভাবে? এর জন্য সফট্‌অয়্যার বা বিশেষ কিছু অ্যাপ ইনস্টল করা খরচসাপেক্ষ। তবে সহজ উপায়ও আছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৭:৪৩
Is your account hacked, these are some free tools to find out instantly

কোন অ্যাকাউন্ট চুরি হয়েছে, তা ধরার সহজ তিন উপায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কারও ফেসবুক ‘চুরি’ হচ্ছে, তো কারও ইনস্টাগ্রাম। জিমেল খুলতে গিয়ে হয়তো দেখলেন, পাসওয়ার্ড কেউ হাতিয়ে নিয়েছে। সমাজমাধ্যমে এক-আধটা তো নয়, অ্যাকাউন্টের সংখ্যা এখন একাধিক। সব ক’টিতে যে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রেখেছেন তা-ও নয়। ফলে কখন কোন ফাঁকে অ্যাকাউন্টের দখল নিয়ে নিচ্ছে হ্যাকারেরা, তা ধরাই মুশকিল। ডিজিটাল মাধ্যমগুলির উপর নির্ভরতা যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। আপনার প্রতিটি অ্যাকাউন্টে কেউ গোপনে নজর রেখে চলেছে কি না, তা বুঝবেন কী ভাবে? এর জন্য সফট্‌অয়্যার বা বিশেষ কিছু অ্যাপ ইনস্টল করা খরচসাপেক্ষ। সে পদ্ধতিও সকলের জন্য সহজ নয়। তাই এমন কিছু ‘টুল’ আছে, যেগুলি বিনামূল্যেই পাওয়া যায় ইন্টারনেটে। সেই সব ‘টুল’ দিয়ে নিমেষের মধ্যেই ধরা যাবে, অ্যাকাউন্ট হ্যাক্‌ড হয়েছে কি না।

অ্যাকাউন্ট চুরি ধরার তিন অস্ত্র

১) গুগ্‌ল পাসওয়ার্ড ম্যানেজার

‘পাসওয়ার্ড ম্যানেজার’ হল এক ধরনের সফট্‌ওয়্যার অ্যাপ্লিকেশন, যার কাজ অনেক। আসল কাজ হল মনে রাখা। অনলাইনের কোন অ্যাকাউন্টে আপনি কী পাসওয়ার্ড দিয়েছিলেন, তা আপনি ভুলে গেলেও এই সফট্‌ওয়্যার ভুলবে না। তা ছাড়াও এর আরও একটি কাজ হল, পাসওয়ার্ড সুরক্ষিত রাখা। আপনার যদি অনলাইনে একাধিক অ্যাকাউন্ট থাকে, তা হলে সব ক’টির পাসওয়ার্ড শক্ত করে বেঁধে রাখবে ‘পাসওয়ার্ড ম্যানেজার’। কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হচ্ছে, তার সঙ্কেতও দেবে। ‘ওয়ান পাসওয়ার্ড’, ‘লাস্টপাস’, ‘কিপাস’, ‘এনপাস’, ‘বিটওয়ার্ডেন’, ‘ড্যাশলেন’, ‘পাসওয়ার্ড বস’— এমন অনেক পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে,, যা গ্রাহকদের পাসওয়ার্ড সুরক্ষিত রাখে।

২) গুগ্‌ল ওয়ান ডার্ক ওয়েব রিপোর্ট

গুগ্‌ল ওয়ান সাবস্ক্রিপশন থাকলে এই ‘টুল’ ব্যবহার করা যাবে। না হলে ট্রায়ালে ব্যবহার করে দেখতে পারেন। এর কাজ হল ডার্ক ওয়েবের খপ্পর থেকে আপনার ইমেল, ফোন ও সমস্ত অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা। আপনার ফোনের ব্যক্তিগত তথ্য কেউ হাতিয়ে নিচ্ছে কি না অথবা ফোনে আড়ি পাতা হচ্ছে কি না, তা ধরবে এই ‘টুল’। আপনার ইমেলে আসা সমস্ত মেল, ফোনে আসা লিঙ্ক কোনও ভাবে ম্যালঅয়্যারের সঙ্গে সম্পর্কিত কি না, তা-ও বোঝা যাবে এই টুলটি থাকলে।

৩) হ্যাভ আই বিন পন্‌ড

এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ইমেল আইডি দিয়ে দেখা যেতে পারে যে আপনার ইমেল বা ফোন নম্বর চুরি হয়েছে কি না। মেলবক্সের কোন কোন মেলের তথ্য হ্যাকারদের কব্জায় গিয়েছে, তা ধরা যাবে নিমেষে। এমনকি কোন অ্যাকাউন্টের কোন পাসওয়ার্ড চুরি হয়েছে, তা-ও বোঝা যাবে।

cyber security tips Cyber Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy