পাকা চুল এখন আর বয়স বাড়ার লক্ষণ নয়। যে কোনও বয়সেই মাথায় উঁকি দিতে পারে রুপোলি রেখা। চুলের অকালপক্কতার মূল কারণ জিনগত। কোনও পরিবারের সদস্যদের চুল তাড়াতাড়ি পাকতে শুরু হওয়ার ধারা থাকলে প্রতি প্রজন্মেই সেই ধারা বহাল থাকতে পারে। এর পাশাপাশি অত্যধিক মানসিক চাপ, দূষণ সহ নানা কারণে অল্প বয়সেই চুল পেকে যায়। অনেক সময়ই দেখা যায়, কারও কারও তিরিশের কোঠাতেই মাথার তুল অর্ধেকের বেশি পেকে গিয়েছে। তবে চুল পেকে গিয়েছে বলে তা আর কোনও দিন কালো হবে না এমন নয়। কেশ বিশেষজ্ঞরা বলছেন, সাদা চুল কালো করার উপাদান লুকিয়ে আছে হেঁশেলেই।