জুনের শেষের দিকে বর্ষা ঢুকেছে রাজ্যে। বৃষ্টির মরসুম মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া আর জল-কাদা মাখা রাস্তাঘাট। তা ছাড়া, এই সময়ে শরীর ও ত্বকের বাড়তি যত্ন নেওয়াও প্রয়োজন। মরসুম বদলের সঙ্গে পোশাকেও বদল আনা জরুরি। সেই সঙ্গে রূপটানেও। বর্ষাকালে সূর্য মেঘের আড়ালেই থাকে। আকাশ মেঘলা হয়ে থাকে। ফলে বেশি চড়া রূপটান চোখে লাগবে। আবার একেবারে রূপটানহীন ত্বকও কেমন ফ্যাকাসে দেখাবে। তবে শুধু রূপটান করলেই হল না। তা যেন দীর্ঘস্থায়ী হয়, সে দিকেও নজর দেওয়া প্রয়োজন। নয় তো বৃষ্টির জল লেগে মুহূর্তে সব মুছে যাবে।