বলিউডের ফিট অভিনেত্রীদের মধ্যে অন্যতম সারা আলি খান। নায়িকা হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশের আগে ৯৬ কেজি থেকে ৫৬ কেজি হয়েছেন। এখন তিনি মেদহীন, তন্বী। সমুদ্রসৈকতে রামধনু রঙা বিকিনি কিংবা নজরকাড়া জিমপোশাকে— সারা প্রতিটা ছবিতেই উষ্ণতার পারদ চড়ে ইনস্টাগ্রামে। তবে সব সময় যে খুব চড়া রূপটানে ধরা দেন তিনি এমন নয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঘাঁটলেই দেখা যাবে তিনি সদ্য ঘুম থেকে ওঠার পরের ছবিও দিয়েছেন। সেই ছবিই প্রমাণ করে সারার ত্বক রূপটান ছাড়াও অত্যন্ত উজ্জ্বল। এমন উজ্জ্বল ত্বকের নেপথ্যে রয়েছে পর্যাপ্ত যত্ন ও পরিচর্যা।