বড় পর্দার পাশাপাশি ফ্যাশন জগতেও তাঁর উপস্থিতি নজর কাড়ে। সলমন খানের নিজস্ব পোশাক বিপণি রয়েছে। এ বার অভিনেতা একটি হাতঘড়ি কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। বাজারে ‘দ্য ওয়ার্ল্ড ইজ় ইয়োরস: সলমন খান’ শীর্ষক সেই ঘড়িটির দাম জানলে হতবাক হতে পারেন।
আরও পড়ুন:
সীমিত সংখ্যক এই বিশেষ ঘড়িটি তৈরি করেছে ‘জেকব অ্যান্ড কোং’ নামের একটি আন্তর্জাতিক ঘড়ি প্রস্তুতকারী সংস্থা। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন হিসেবে সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ ঘড়িটি তৈরি করা হয়েছে।
সলমনের নামাঙ্কিত ঘড়িটির নকশা ভারতের জাতীয় পতাকার আদলে করা হয়েছে। ছবি: সংগৃহীত।
সম্প্রতি, সমাজমাধ্যমে সলমন ঘড়িটি অনুরাগীদের দেখিয়েছেন। কেমন দেখতে সেটি? রুপোলি ডায়ালের মাঝে নীল সমুদ্র। মাঝে তামাটে পৃথিবীর মানচিত্র। মাঝে কমলা এবং সবুজ গোলাকার চাকতি— দুটো ভিন্ন টাইম জ়োন দেখায়। মাঝে একটি রুপোলি কম্পাসের উপস্থিতি তিনটি প্রতীককে ভারতের জাতীয় পতাকার কথা মনে পড়িয়ে দেয়। ঘড়িটির ব্যান্ড নীল রংয়ের। ঘড়িটির পিছনে খোদাই করা রয়েছে, ভাইজানের নামের আদ্যক্ষর— ‘এসকে’। নির্মাতারা জানিয়েছেন, সলমনের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই ভাবনা থেকেই ঘড়িটির নক্সা তৈরি করা হয়েছে।
সলমনের অনুরাগীরা যে ঘড়িটি সংগ্রহ করতে চাইবেন, তা আশা করা যায়। তবে এই বিশেষ ঘড়িটি কিনতে হলে খসবে মোটা অঙ্ক। কারণ সূত্রের দাবি, ভারতীয় মুদ্রায় সলমনের নামাঙ্কিত এই বিশেষ ঘড়িটির বাজারমূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা! তবে ঘড়িটি যখন সলমনের সঙ্গে সম্পর্কযুক্ত, তখন তার চাহিদা যে ভালই হবে, আশা করা যায়।