তারকাদের নানা শখের কথা বিভিন্ন সময়ে অনুরাগীদের মনে জায়গা করে নেয়। জন আব্রাহামের শখ স্পোর্টস বাইক। আবার সলমন খান শরীরচর্চা পছন্দ করেন বলে সে সংক্রান্ত নিজস্ব সংস্থাও চালু করেছেন। অভিনেত্রী অমিশা পটেলের বিলাসবহুল ব্যাগের শখ। সাধারণত বিলাসবহুল ব্যাগ কারও একটি বা দু'টি থাকতে পারে। কিন্তু অমিশা জানিয়েছেন, তাঁর সংগ্রহে প্রায় ৪০০টি এ রকম ব্যাগ রয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি পরিচালক কোরিয়োগ্রাফার ফারহা খানের ইউটিউব শো-এ অতিথি হিসেবে দর্শক অমিশাকে দেখেছেন। সেখানে অভিনেত্রীর দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে হাজির হয়েছিলেন ফারহা। বাড়ির বিভিন্ন কোণের ইতিহাস জানার পাশাপাশি ফারহা অভিনেত্রীর ব্যাগের প্রতি ভালবাসার কথা জানতে পারেন। অমিশা মজা করে বলেন, ‘‘আমার যদি ব্যাগ সংগ্রহের শখ না থাকত, তা হলে এত দিনে মুম্বইয়ে একটা পেন্টহাউস কিনে ফেলতাম!’’
ফারহাকে তাঁর ব্যাগের সংগ্রহ দেখাচ্ছেন অমিশা। ছবি: সংগৃহীত।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যক্তিগত ব্যাগের সংগ্রহ রাখার জন্য অমিশার প্রায় তিনটে আলমারি রয়েছে। সেখানে ‘ডিওর’, ‘লুই ভিতোঁ’ থেকে শুরু করে ‘বার্কিনস’ বা ‘বোটেগা ভেনিটা’— একাধিক লিমিটেড এডিশন ব্যাগ রয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, ব্যাগগুলিকে ঠিক মতো সাজিয়ে রাখার জন্য তিনি নিজে একটি তালিকাও তৈরি করেছেন। আলমারির প্রতিটি তাকে কোন কোন ব্যাগ রয়েছে, সামনে তা লেখা রয়েছে।
অমিশা জানিয়েছেন, বন্ধুবান্ধবও তাঁর পছন্দের কথা জানেন। তাই উপহার হিসেবেও তিনি ব্যাগ পেয়ে থাকেন। অমিশার কথায়, ‘‘বন্ধুরাও জানেন, উপহার হিসেবে আমাকে হ্যান্ড ব্যাগ দিলে আমি সবচেয়ে বেশি খুশি হব।’’ উল্লেখ্য, অমিশার সংগ্রহে একটি ৭০ লক্ষ টাকা দামের বার্কিন ব্যাগ রয়েছে।
ব্যাগ ছাড়াও অমিশা বিলাসবহুল জুতো এবং ঘড়ি সংগ্রহ করতেও পছন্দ করেন। তাঁর সংগ্রহের বেশির ভাগ জুতোর দামই ৮০ হাজার টাকার বেশি। সূত্রের দাবি, অমিশার ব্যাগের সংগ্রহের বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।