নিত্যনতুন উদ্ভট পোশাক পরার জোরেই সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী উরফি জাভেদ। কখনও গায়ে শুধু সেফটি পিন আটকে, কখনও আবার কাচ কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি পোশাক পরেই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। যেমন ইচ্ছে সাজগোজ করে পোজ দেন ক্যামেরার সামনে। তাই পাপারাৎজিও থাকে তক্কেতক্কে।
নেটমাধ্যমে তাঁকে নিয়ে কখনও হাসির রোল ওঠে কখনও আবার অভিনব পোশাক বানানোর জন্য তিনি নেটাগরিকদের প্রশংসাও পান। কেবল পোশাক নয় উরফির ত্বকের জেল্লাও কিন্তু তাঁর ভক্তদের নজর কাড়ে। তাঁর রূপচর্চার মন্ত্র কী জানেন?
১) ত্বক পরিচর্যার জন্য উরফি রোজ নিয়ম করে নিমের রস খান। হ্যাঁ ঠিকই শুনেছেন! উজ্জ্বল ও ঝকঝকে ত্বক পাওয়ার জন্য উরফি কিন্তু এই পানীয়ের উপর ভরসা রাখেন। ত্বকের যে কোনও সমস্যা সমাধানে নিম কিন্তু খুব উপকারী। ত্বক পরিষ্কার রাখতে ও ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে নিমের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ সাহায্য করে। জীবাণুনাশক হওয়ার কারণে ব্রণ, কালো দাগ এ সব নিয়ন্ত্রণ করতেও কার্যকর নিম।