চোখের তলায় কালো ছোপ নষ্ট করে দিতে পারে সৌন্দর্য। বলিউডের অভিনেত্রী আথিয়া শেট্টি সেই সমস্যায় ভুক্তভোগী। তবে তিনি তার সমাধানও করেছেন। কী ভাবে? তা জানিয়েছিলেন আথিয়া নিজেই। তিনি বলেছিলেন, ‘‘চোখের তলায় কালি সরাতে আমি একটি ঘরোয়া আইপ্যাচে ভরসা রাখি। আর আমি সেটা তৈরি করি আমার রোজের খাওয়ার কফি দিয়ে।’’
কফি দিয়ে কী ভাবে বানাবেন আইপ্যাচ?
কফিকে এর আগে নানা ভাবে রূপচর্চায় ব্যবহার করেছেন রূপচর্চা শিল্পীরা। তার কারণ কফিতে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বককে ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে নিয়ে আসে ঔজ্জ্বল্যও। আথিয়ার প্রক্রিয়াটিও কার্যকরী বলে জানাচ্ছেন অভিনেত্রী নিজেই।
ওই আইপ্যাচ বানানোর জন্য দরকার হবে কেবল তিনটি জিনিস। কফির গুঁড়ো, ঈষদুষ্ণ জল এবং তুলোর প্যাড।
প্রথমে ১/৪ কাপ উষ্ণ জলে ২ টেবিল চামচ কফির পাউডার ভিজিয়ে রাখুন। জল ঠান্ডা হলে তার মধ্যে তুলোর প্যাড ডুুবিয়ে সেই ভিজে তুলোর প্যাড চোখের নীচে দিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে দিন বা তুলোর প্যাড শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে সরিয়ে নিন। সঙ্গে সঙ্গেই এর প্রভাব দেখতে পাবেন।