নতুন রূপটানে মন দিয়েছেন? অনেকেরই খুব ইচ্ছে নানা রকম রূপটানে নিজেকে সাজিয়ে তোলার। কিন্তু তাঁরা মেকআপ করার তেমন পটু নন। তবে চিন্তার কিছু নেই। কয়েক বার চেষ্টা করলেই শিখে যাবেন মনে মতো সাজতে। তবে সব মেকআপের সরঞ্জামেরই যথেষ্ট দাম। শুরুতেই হয়তো অত খরচ করতে চান না। তাই অন্য কোনও উপায় যদি এগুলি বাড়িতেই তৈরি করে ফেলা যায়, তাহলে মন্দ হয় না। উপায় রয়েছে আপনার হেঁশেলেই! অবাক হবেন না। রান্নাঘরের অনেক জিনিস দিয়েই আপনি চাইলে তৈরি করতে পারেন নিজস্ব প্রসাধনী। এগুলি প্রাকৃতিক উপায় তৈরি বলে আপনার ত্বকের পক্ষেও ক্ষতিকর হবে না। জেনে নিন কী ভাবে।
অ্যালো-প্রাইমার
অ্যালো ভেরা জেল লাগালে এমনিই আমাদের ত্বকের দাগছোপ হালকা হয়ে বলিরেখা সামান্য কম দেখা যায়। তাই এর চেয়ে ভাল প্রাকৃতিক প্রাইমার আপনি পাবেন না। ৪ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপ জল এবং দু’ফোঁটা মধু মিশিয়ে একটি এয়ারটাইট শিশিতে রেখে দিন। যখন প্রয়োজন প্রাইমারের মতো ব্যবহার করুন।