Advertisement
E-Paper

ধূমপান করলে চুল পড়ার সমস্যা বাড়ে! সত্যি না মিথ্যে? কী দাবি গবেষণায়?

ধূমপানের সঙ্গে চুল পড়ার কী সম্পর্ক? ধূমপায়ীদের কি টাক পড়ার সমস্যাও হতে পারে? কী দাবি করেছেন গবেষকেরা?

Does smoking cause hair loss, Here’s how it may affect your hair

ধূমপান করলে টাক পড়ে কি? ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২৭
Share
Save

অতিরিক্ত ধূমপানে যে ফুসফুসের ক্ষতি হয়, হার্টের সমস্যা হয়, সে তো জানাই আছে। কিন্তু ধূমপান করলে কি চুল পড়ার সমস্যাও বাড়ে?

একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত ধূমপান করলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। ২০২০ থেকে ২০২৪ সাল অবধি একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, ২০ থেকে ৪০ বছর বয়সি মহিলা ও পুরুষ, যাঁরা অতিরিক্ত ধূমপান করেন, তাঁদের চুল ঝরে বেশি। এমনও দেখা গিয়েছে, যাঁরা দিনে ১০টি বা তার বেশি সিগারেটে টান দেন, তাঁদের চুল তো ঝরেই, চুলের স্বাস্থ্যও ভাল নয়।

ধূমপানের সঙ্গে চুল পড়ার কী সম্পর্ক?

‘জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি’-তে এই বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। গবেষকেরা দাবি করেছেন, নিকোটিন রক্তে মিশে গিয়ে রক্তজালিকাগুলিকে সঙ্কুচিত করে দেয়। ফলে তার মধ্যে দিয়ে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাধা পায়। চুলের গোড়ায় প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ না হওয়ার কারণেই, চুল পড়ার সমস্যা বাড়ে। চুলের গোড়া আলগা হতে শুরু করে। সিগারেট-বিড়ির মূল উপাদানে আছে আর্সেনিক, অ্যামোনিয়া, ডিডিটি, অ্যাসিটোন, ক্যাডমিয়াম, নিকোটিন-সহ প্রায় ৭,০০০ বিষাক্ত জিনিস। এইগুলি রক্তে মিশে গিয়ে শরীরের নানা অঙ্গে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে বাধা তৈরি করে। ফলে বিষাক্ত রাসায়নিক জমতে জমতে তা টক্সিন তৈরি করে। এই টক্সিনের কারণেই শরীরে প্রদাহ বাড়ে। ত্বকের পিএইচের ভারসাম্যও বদলে যায়। কেবল চুল পড়া নয়, ত্বকের স্বাভাবিক জেল্লাও নষ্ট হতে থাকে।

তামাকের রাসায়নিক মাথার ত্বকের ‘অক্সিডেটিভ স্ট্রেস’ বাড়িয়ে তোলে। এই কারণেই চুল পড়ার সমস্যা বাড়ে।

‘ডার্মাটোলজি’ জার্নাল থেকে আরও একটি তথ্য জানা গিয়েছে, তা হল সিগারেটের রাসায়নিক শরীরে ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) নামক হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যে কারণে টাক পড়ার সমস্যা বা ‘অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া’-র সমস্যা দেখা দিতে পারে।

সিগারেট ছেড়ে দেওয়া সহজ নয়। তবে বিকল্প উপায় ভেবে দেখা যেতেই পারে। যেমন তামাক সেবনের ইচ্ছা হলে ভেষজ চায়ে চুমুক দেওয়া যেতেই পারে। অশ্বগন্ধা নামক ভেষজের গুঁড়ো দিয়ে তৈরি চা খাওয়ার অভ্যাস করলে ধূমপানের নেশা ছাড়া সহজ হবে। পাশাপাশি, ধূমপানের ইচ্ছা হলে মুখে কিছুটা আদা কুচি বা শুকনো আমলকি অথবা জোয়ান রাখতে পারেন। তাতেও কাজ হতে পারে।

anti smoking Quit Smoking hair fall

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}