বয়স শুধু সংখ্যা মাত্র, বার বার প্রমাণ করেছেন বি-টাউনের একাধিক তারকা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী করিনা কপূর খানও। দুই সন্তানের মা তিনি। সংসার, শুটিং— হাজারো ঝক্কি সামলাতে হয় তাঁকে। তার পরেও করিনার নির্মেদ চেহারা নজর কাড়ে সকলের। নায়িকার সৌন্দর্য ঝড় তোলে অনুরাগীদের বুকে। করিনার সৌন্দর্যের রহস্য কী? কী ভাবেই বা ত্বকের যত্ন নেন অভিনেত্রী? বিভিন্ন সময়ে একাধিক সাক্ষাৎকারে ফিটনেস, সৌন্দর্য নিয়ে কথা বলেছেন করিনা কপূর খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওজন ঝরানো, ত্বক এবং চুলের জন্য তিনি ‘এবিসি’ পানীয়ের উপর ভরসা করেন। শুধু তা-ই নয়, সকলকে সেই পানীয় ব্যবহারের পরামর্শও দেন অভিনেত্রী।
‘এবিসি’ জুস কী?
আপেল, বিট এবং গাজরের মিশ্রণে তৈরি এই রস অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর। ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, বি৬, সি, ই এবং কে-তে সমৃদ্ধ এই রস। রয়েছে ফোলেট, নিয়াসিন, জ়িঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালশিয়াম, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ়ের মতো খনিজ।
‘এবিসি’ জুস শরীরে কী কী উপকারে লাগে?
১. ভিটামিন এবং খনিজ উপাদানে ভরপুর ‘এবিসি’ রস, শরীরে জলের ঘাটতি যেমন পূরণ করে, তেমনই শরীরে বিভিন্ন খনিজের অভাবও মেটায়। শরীরে জমা টক্সিন দূর করে এই পানীয়।
২. এই রস নিয়ম পান করলে শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়।
৩. সারা বছর ধরেই পেটের গোলমাল লেগে থাকে? পেট পরিষ্কার করতেও কিন্তু এই রস সাহায্য করে।
৪. রক্তে খারাপ কোলেস্টেরল এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ‘এবিসি’ পানীয়।
৫. ত্বক জেল্লাহীন হয়ে পড়েছে? নিয়ম করে এই রসে চুমুক দিলেই আবার ফিরে আসবে জেল্লা।