বিয়ের দিনটিতে সব কনেই আশপাশের সকলের চেয়ে অন্য রকম হয়ে উঠতে চান। আর পাঁচ দিনের চেয়েও যেন বেশি জেল্লা থাকে তাঁর ত্বকে, তাই রূপচর্চায় বিশেষ ভাবে মন দিয়ে থাকেন কনেরা। কিন্তু যেমন ইচ্ছা রূপচর্চা করলেই তো হল না। বিয়ের আগে ত্বকের জেল্লা ফেরানোর জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। তবেই বিশেষ দিনটিতে আশপাশের সকলের চেয়ে বেশি উজ্জ্বল থাকবে আপনার ত্বক।
কী কী করলে বাড়বে ত্বকের জেল্লা?
১) বিয়ের দিনটি এগিয়ে আসার আগে ঘরেই কয়েক বার ফেশিয়াল করে নেওয়া দরকার। ফেশিয়াল করলে রক্ত চলাচল ভাল হয়। ত্বক ঝলমল করে। কিন্তু চিন্তা করছেন কী দিয়ে ফেশিয়াল করবেন? ঘরে মুলতানি মাটি থাকলে তা ব্যবহার করে দেখতে পারেন। মুলতানি মাটির সঙ্গে কিছুটা দুধ আর মধু মিশিয়ে ফেশিয়াল করতে হবে।