ট্রেনেই সফর করুন বা বিমানে, সূর্যোদয় দেখতে যান বা সূর্যাস্ত— দিনভর প্রকৃতির পাশাপাশি নিজেদের ছবিও ক্যামেরাবন্দি না করলেই নয়। তার জন্যই সাজগোজ জরুরি। কিন্তু বেড়াতে যাওয়ার তাড়ায় ভারী মেকআপের সময় যেমন হাতে থাকে না, তেমনই ঝক্কির কথা ভাবলে পরতে পরতে মেকআপ করার অজস্র প্রসাধনীও সঙ্গে নিয়ে যাওয়া যায় না। তা হলে কেমন হবে রূপটান, কোন জিনিস সঙ্গে রাখলে স্বল্প প্রসাধনীতেই সব সময় দেখতে লাগবে নজরকাড়া?
আরও পড়ুন:
বিবি ক্রিম: রূপটান শিল্পীরা বলছেন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সঠিক প্রসাধনীটি বেছে নিতে হবে। বিমানে লম্বা সফর কিংবা রোদে দোকানপাট ঘুরছেন কেউ, তখন কিন্তু চড়া মেকআপ মোটেই মানানসই হবে না। উল্টে রোদের তাপে মেকআপ গলে বিশ্রী অবস্থা হতে পারে। এমন সময়ের জন্য বিবি ক্রিম মাখা যেতে পারে। এগুলি ভীষণ হালকা। ‘বিউটি বাম’ বা ‘ব্লেমিশ বাম’-কে সংক্ষেপে বলা হয় ‘বিবি’। ময়েশ্চারাইজ়ার, প্রাইমার, ফাউন্ডেশন, সানস্ক্রিন— এই সব কিছুরই মেলবন্ধন থাকে বিবি ক্রিমে। ত্বককে আর্দ্রতা জোগাতেও সাহায্য করে বিবি ক্রিম।
রাতভর সফরের জন্য এই ক্রিম ভাল। তা ছাড়া মুখের ছোটখাটো খুঁত ঢাকতে পারে, আবার ত্বকে জেল্লাও থাকে। গরমেও মাখা যায়। রোদে গলে যায় না। তবে সানস্ক্রিন মাখা খুব জরুরি। সঙ্গে ছাতা বা টুপি এবং সানগ্লাসের বর্মও রাখা দরকার।
ফেস মিস্ট: রাতভর বিমান সফর হোক বা লম্বা ট্রেন সফর কিংবা দিনভর ঘোরাঘুরি, মুখে একটু ‘মিস্ট’ স্প্রে করে নিলে আরাম হবে। মুখ দেখাবে তরতাজা।
পাউডার: যে জায়গায় যাচ্ছেন সেখানে যদি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া হয়, পুরু মেকআপ এড়িয়ে যাওয়া ভাল। ‘ফুল কভারেজ ফাউন্ডেশন’-এর বদলে ফেস পাউডারও ব্যবহার করা চলে। বিশেষত, ত্বকের ধরন তৈলাক্ত হলে অতিরিক্ত তেল, ঘাম শুষে নিতে সাহায্য করবে এটি। মেকআপ গলে যেতে পারে, তবে সঠিক শেডের পাউডার বেছে নিলে, তা মুখে ফুটে উঠবে না।
মাল্টিস্টিক: নাক মুখ তীক্ষ্ম দেখানোর জন্য কন্ট্যুর করতে হয়। আবার গালে, নাকে গোলাপি ব্লাশের আভা থাকলে দেখতে ভাল লাগে। বিভিন্ন কাজ করা যায় একটি স্টিক থাকলেই। এমন একটি রং বেছে নিন, যেটি দিয়ে অনায়াসে গালে ব্লাশ লাগানো যাবে, আইশ্যাডো হিসাবে এবং ক্ষেত্রবিশেষে হালকা লিপস্টিকের কাজটিও করে দেবে তা। বহু কাজে ব্যবহার করা যায়, এমন একটি স্টিক সফরের সময় ব্যাগে থাকলে রূপটানে আপস করতে হবে না।
শিমার: সূর্যোদয় হোক বা সূর্যাস্ত, সোনালি আভায় ত্বক যাতে ঝলমলিয়ে ওঠে সে জন্য মাখতে পারেন শিমার। মুখ, হাত-পায়ে চটজলদি জেল্লা চাইলে শিমার ভীষণ কাজের। তরল শিমার মুখে, গলায়, হাতে মেখে নিতে পারেন। খাটো পোশাক পরলে পায়েও ব্যবহার করা যায়।