যে কোনও পোশাকের সঙ্গে মানানসই ওষ্ঠরঞ্জনী সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। সে কারণেই la, সাজগোজ অল্প করলেও চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগাতে ভোলেন না. কিন্তু বাজারচলতি রাসায়নিক মিশ্রিত এই লিপস্টিক কি প্রতি দিন ব্যবহার করা ভাল? অনেকেই ঠোঁটে রোজ গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে বেরোন। দোকান থেকে কেনা লিপস্টিক বেশি দিন ঠিক রাখতে তাতে নানা ধরনের 'প্রিজ়ারভেটিভ' মেশানো হয়, যা ত্বকের জন্য ক্ষতিকর। তার চেয়ে বাড়িতে লিপস্টিক বানিয়ে নেওয়াই ভাল। এতে জিনিসটিও হবে খাঁটি, মনের মতো ভেষজ রংও পাওয়া যাবে।
লিপস্টিক কী ভাবে বানাবেন?
উপকরণ
১ টেবিল চামচ নারকেল তেল বা কাঠবাদামের তেল
১ টেবিল চামচ সিয়া বাটার বা কোকো বাটার
অর্ধেক চামচ মোম (বি ওয়্যাক্স)
কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল
আরও পড়ুন:
প্রণালী
একটি পাত্রে নারকেল তেল, বি ওয়্যাক্স বা মোম, শিয়া বাটার একসঙ্গে গরম করে নিন। আঁচ সব সময় কমিয়ে রাখতে হবে। মিশ্রণগুলি নাড়তে হবে। প্রয়োজন মনে করলে এতে ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি পুরনো লিপস্টিকের কৌটোতে বা তেমনই কৌটো কিনে তাতে ঢেলে নিয়ে জমিয়ে নিন।
এ বার মনের মতো রং পেতে উপকরণে কিছু বদল আনতে হবে। যেমন 'বেরি রেড' শেড পেতে হলে উপকরণে বিটরুট পাউডার বা হিবিসকাস পাউডার মেশাতে হবে। ভাল মানের বিট নিয়ে তার খোসা ছাড়িয়ে টুকরো করে বেটে নিয়ে তার রসও মেশাতে পারেন।
'রোজ়ি পিঙ্ক' রং পেতে গোলাপির পাপড়ি শুকিয়ে নিয়ে তার গুঁড়ো মেশাতে পারেন। বিটরুটের রস হালকা করে মেশালেও তেমন রং পাবেন।
চকোলেট ন্যুড শেড তৈরি করতে কোকোয়া পাউডার এক চামচ ও তার সঙ্গে এক চিমটে দারচিনির গুঁড়ো মেশাতে হবে। এই মিশ্রণ বাকি উপকরণগুলির সঙ্গে মিশিয়ে ফোটাতে হবে।