সকালে চায়ের কাপে চুমুক না দিলে দিনটা যেন শুরুই হতে চায় না। শরীরের কথা ভেবে অনেকেই দিনের শুরুতে গ্রিন টি-ই খান। প্রচলিত ধারণা, গ্রিন টি খেলে মেদ ঝরে। আসলে এই চায়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। ত্বকের জন্যও উপকারী গ্রিন টি। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে আর্দ্র রাখে, ব্রণর সমস্যা দূর করে।
গ্রিন টি অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এ ছাড়া রয়েছে পলিফেনল এবং ‘এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট’ নামক উপাদান। এগুলি ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে গ্রিন টি।
গ্রিন টি দিয়ে কী ভাবে ফেস-প্যাক বানাবেন?
গ্রিন টি-হলুদের ফেস-প্যাক
এক চা-চামচ বেসন, এক চামচ হলুদ ও গ্রিন টি বানিয়ে তা থেকে তিন চামচ নিয়ে প্যাক তৈরি করে ফেলুন। এই প্যাক মুখে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে এই প্যাক।
গ্রিন টি-পুদিনার মাস্ক
গ্রিন টি বানিয়ে নিয়ে তাতে পুদিনা পাতা বাটা ও এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও হাতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদে পোড়া দাগছোপ উঠে যাবে। ত্বক নরম ও মসৃণ হবে।
গ্রিন টি স্ক্রাব
এক চামচ চালের গুঁড়োর সঙ্গে গ্রিন টি মিশিয়ে ভাল করে মুখে মালিশ করতে হবে। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। এই স্ক্রাবার সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বকে জমে থাকা ধুলোময়লা দূর হবে। নাকের দু'পাশে জমে থাকা ময়লা, ব্ল্যাকহেড্স দূর হবে।
গ্রিন টি টোনার
রাস্তার ধুলো-ময়লা আর দূষণের জেরে ত্বকের বারোটা বাজে। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের ত্বকের সমস্যা আরও বেশি। তাই বাড়ি ফিরেই টোনার ব্যবহার করতে হবে। গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। রাস্তা থেকে ফিরে বা রাতে ঘুমানোর আগে এই টোনার ব্যবহার করুন।