শীত-গ্রীষ্ম-বর্ষা, সানস্ক্রিনই ভরসা। এমনই বার্তা থাকে চর্মরোগ চিকিৎসকদের। সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন মাখার পরামর্শ দেওয়া হয়। এ দিকে বাজারজাত কিছু সানস্ক্রিনে সূক্ষ্ম ক্ষতিকারক কণা লুকিয়ে থাকতে পারে, যা রক্তপ্রবাহে মিশে যেতে পারে। স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকারক এই ধরনের পণ্য ব্যবহার করবেন না বলে সানস্ক্রিন মাখাই ছেড়ে দিয়েছেন অনেকে। কিন্তু তাতেও বিপদ কমবে না। তাই এই সমস্যা থেকে রেহাই পেতে বাড়িতেই সানস্ক্রিন বানিয়ে নিতে পারেন। কী কী প্রয়োজন দেখে নিন।
সানস্ক্রিন বানিয়ে নিন বাড়িতেই। ছবি: সংগৃহীত।
উপকরণ
এক চতুর্থাংশ কাপ শিয়া বাটার
বিশুদ্ধ নারকেল তেল
অ্যাভোকাডো অয়েল
২ টেবিল চামচ হলুদ বিজ় ওয়াক্স
গাজরের বীজের তেল
রাস্পবেরির বীজের তেল
একটি বাটি, একটি চামচ, একটি পাম্প করার বোতল, মাপার কাপ ও চামচ এবং একটি সসপ্যান
আরও পড়ুন:
প্রস্তুতপ্রণালী
বিজ় ওয়াক্সের দানা, নারকেল তেল, শিয়া বাটার এবং অ্যাভোকাডো অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি সসপ্যানে গলিয়ে নিন এবং ঘরের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। এর পর গাজরের বীজের তেল এবং রাস্পবেরি বীজের তেল এই মিশ্রণে মিশিয়ে নিন। ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন এবং ব্যবহারের সুবিধার জন্য একটি পাম্প করার বোতলে ভরে রাখুন। তৈরি হয়ে গেল আপনার ঘরোয়া সানস্ক্রিন।
সানস্ক্রিন যেহেতু নিত্য ব্যবহার্য পণ্য, তার পিছনে বড় অঙ্কের খরচ বরাদ্দ থাকে প্রতি মাসে। ভাল মানের সামগ্রীর আবার আরও বেশি দাম। তাই বাড়িতে বানিয়ে নিলে সাশ্রয় হবে অনেকখানি। এক বার উপাদানগুলি কিনে নিয়ে সানস্ক্রিন বানিয়ে ফেললে অনেক দিন সেটি ব্যবহার করতে পারবেন। শেষ হয়ে গেলে আবারও নতুন করে বানানো যাবে প্রথম বার কেনা উপাদান দিয়েই। তাতে সব মিলিয়ে খরচ অনেকখানি কমে যাবে।