Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Hair

Hair Care Tips: তিন টোটকা: জেল্লা ফিরবে উস্কো-খুস্কো চুলে

রোজকার ব্যস্ততার ফাঁকে অল্প হলেও চুলের যত্ন নেওয়া জরুরি। কী ভাবে কম সময়েই আর্দ্রতা ফিরে পাবে চুল?

কী ভাবে আর্দ্র থাকবে মাথার ত্বক

কী ভাবে আর্দ্র থাকবে মাথার ত্বক ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৯:০০
Share: Save:

অফিসের চাপে চুলের যত্ন নেওয়ার সময় পান না? অযত্নে ক্রমশ শুষ্ক হয়ে যেতে পারে চুল? সঙ্গে রোদ, ধুলোবালি তো রয়েছেই। চার পাশে দূষণ যত বাড়ছে, চুল-ত্বক শুষ্ক হয়ে যাওয়ার হয়রানিও ততও বৃদ্ধি পাচ্ছে। কাজেই রোজকার ব্যস্ততার ফাঁকে অল্প হলেও চুলের যত্ন নেওয়া জরুরি। কী ভাবে কম সময়েই আর্দ্রতা ফিরে পাবে চুল?

১। চুলের পরিচর্যায় অত্যন্ত কার্যকর ডিম। মাথায় ডিম লাগালে প্রোটিন-সহ অন্যান্য পুষ্টি উপাদান চুলের পুষ্টিতেও সাহায্য করে। ফলে চুল উজ্জ্বলও হয়। শ্যাম্পু করার দু’ঘণ্টা আগে ডিম ফেটিয়ে লাগিয়ে নিন চুলে। ভাল করে শ্যাম্পু করে নিন। এতে সহজে আর্দ্রতা হারাবে না চুল।

২। শুষ্ক চুল মোলায়েম ও ঝলমলে করতে সহজেই বানিয়ে ফেলতে পারেন হেয়ার প্যাক। দরকার শুধু টক দই আর মধু। দু’চামচ টক দই ও তিন চামচ মধু মিশিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণ মেখে নিন চুলে।

স্নানের পর চুলের যত্ন নিন।

স্নানের পর চুলের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

৩। চুলে তেল দেওয়ার রেওয়াজ প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু চুলের আর্দ্রতা ধরে রাখতে তেলের জুড়ি মেলা ভার। মাথার ত্বকে বিভিন্ন তৈলগ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলির ক্ষরণ ঠিক মতো না হলে মাথার তালু শুষ্ক হয়ে যায়। এই সমস্যা কমাতে সপ্তাহে অন্তত এক দিন করে চুলে তেল মালিশ করুন। পারলে সারা রাত সেই তেল মাথায় রেখে দিন। নারকেল তেল ব্যবহার করতে না চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hair Dry Oil
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE