মুখের ছোট ছোট লোম হয়তো চট করে চোখে পড়ে না, কিন্তু মেকআপ করলে মুখের লোমগুলির জন্যই ভাল মতো বসতে পারে না সামগ্রী। ফলে মুখে দু’পাশে এবং গলার কাছে, কিংবা ঠোঁটের উপর রোমের ঘন দাগ হয়ে থাকে। সে ক্ষেত্রে রূপটানের ক্ষেত্রে মুখের লোম অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই অনেকেই সালোঁয় গিয়ে থ্রেডিং করিয়ে আসেন। তবে জানেন কি, আপনি নিজেও খুব সহজে মুখের রোম তুলে ফেলতে পারবেন? কিন্তু প্রথম বার সফল হতে গেলে শিখে নিতে হবে লোম তোলার নিয়ম।
· প্রথমেই মৃদু ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ঈষদুষ্ণ জল ব্যবহার করতে হবে।
· হালকা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে মুখ।
· সিঙ্গল ব্লেড রেজ়ার কিনে নিতে হবে। ব্লেড যেন নতুন হয়, ভাল করে দেখে নেবেন। নয়তো জ্বালা বা সংক্রমণ হয়ে যেতে পারে।
· শুকনো মুখে অ্যালো ভেরা জেল মেখে নিন। এতে ঠান্ডা হবে মুখ।
· একটি হাতে ব্লেড নিন, অন্য হাত দিয়ে টেনে ধরুন ত্বক। এর ফলে ত্বক টানটান হবে আর রেজ়ার চালাতে সুবিধা হবে।
· মুখের সঙ্গে ঠিক ৪৫ ডিগ্রি কোণে রাখতে হবে ব্লেড। ত্বকের সঙ্গে ফ্ল্যাট যেন না থাকে।
সিঙ্গল ব্লেড রেজ়ার কিনে নিতে হবে লোম চাঁছার জন্য। ছবি: সংগৃহীত।
· ধীরে ধীরে রেজ়ার চালিয়ে মুখের রোম তুলে নিন। দেখবেন, যেন চাপ বেশি না প়ড়ে বা তাড়াহুড়ো না হয়ে যায়। সে ক্ষেত্রে চোট পেতে পারেন।
· রোম যে দিকে প্রসারিত হয়েছে, সে দিকেই রেজ়ার চালাতে হবে।
· মুখের মধ্যে অল্প অল্প ক্ষেত্র ভাগ করে উপর থেকে নীচের দিকে টানুন। তাতে চোট পাওয়ার সম্ভাবনা কম থাকবে।
· প্রতি বার ব্যবহারের পর রেজ়ার ভাল করে ধুয়ে নিতে হবে। নয়তো লোম আটকে ধার চলে যাবে রেজ়ারের।
· লোম চাঁছার পর ত্বকে আলগা ছোট ছোট চুল আটকে থাকে। সেগুলিকে তুলে ফেলার জন্য শেভ করার পর হালকা গরম জলে মুখ ধুয়ে নেবেন।
· নরম কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। না ঘষে, আলতো চাপে জল মুছে ফেলতে হবে, নয়তো জ্বালা হতে পারে মুখে।