Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Saree

Cotton Saree Care: শীতকালে সুতির শাড়ি পরা হয় না? শাড়িগুলি যত্নে রাখবেন কী ভাবে

শীতকালে সোয়েটার, টুপির ভারে সুতির শাড়ি পরার সুযোগ কম থাকে। শাড়ি ভাল রাখতে কী ভাবে নেবেন যত্ন?

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৬:০৩
Share: Save:

নভেম্বর শেষ হত‌ে চলল প্রায়, ধীরে ধীরে পারদ নামতে শুরু করেছে তাপমান যন্ত্রে। ইতিমধ্যে আলমারি থেকে শীতবস্ত্রগুলিও বেরিয়ে পড়েছে। শীতকালে সোয়েটার, টুপিতে নিজেকে জড়িয়ে রাখতে গিয়ে সুতির শাড়ি পড়া প্রায় হয়েই ওঠে না। সুতির শাড়িগুলি ভাল রাখতে এই শীতে ত্বকের পাশাপাশি যত্ন নিন শাড়িরও।

কী ভাবে নেবেন সুতির শাড়ির যত্ন?

ছবি: সংগৃহীত

১) সুতির শাড়ির রং দীর্ঘদিন ধরে রাখতে শাড়ি ধোয়ার সময় ঈষদুষ্ণ জলে একফোঁটা বিটনুন মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে নিলে শাড়ির রং বজায় থাকে।

২) সুতির কাপড় কাচার ক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার না ব্যবহার করাই ভাল।সেক্ষেত্রে অল্প রিঠা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সুতির কাপড় কাচলে অনেক দিন পর্যন্ত শাড়ি নতুনের মতো থাকে।

৩) সুতির শাড়ি ধোয়ার সময় হাল্কা মাড় দিয়ে নিলে ভাল। এতে শাড়ি বহুদিন কড়েকড়ে থাকবে। মাড় দেওয়া শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ির ভাঁজ ঠিক থাকবে।

৪) সুতির কাপড় ভুলেও ড্রাইওয়াশ করতে পাঠাবেন না। এতে শাড়ির দৈর্ঘ্য কমে যাওয়ার আশঙ্কা থাকে।

৫) সুতির শাড়ি আলমারিতে তোলার সময় খবরের কাগজ পেতে রাখুন। শাড়ির ভাঁজে অবশ্যই নিমপাতা অথবা ন্যাপথলিন রাখুন।


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saree Cotton Saree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE