খুশকি শুধু অস্বস্তিকর নয়, বিরক্তিকরও বটে। যখন তখন মাথা চুলকানোর সমস্যা তো আছেই, তার উপর সেজেগুজে কোথাও যাওয়ার পর যদি জামার উপর সাদা গুঁড়োর মতো খুশকি ছড়িয়ে থাকে, তখন রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়। খুশকির সমস্যায় যাঁরা জেরবার তাঁরা বলবেন, খুশকি তাড়ানো সহজ নয়। বাজারচলতি তেল, শ্যাম্পু যতই থাকুক না কেন, কোনওটাই স্থায়ী সমাধান করতে পারে না। খুশকি হলে চিকিৎসকের সাহায্য নেওয়া অবশ্যই সঠিক উপায়, তবে ঘরোয়া উপায়ে মাত্র দু’টি উপকরণ দিয়েও এই সমস্যার সমাধান হতে পারে।
অ্যালো ভেরা: এতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই আর ভিটামিন বি১২। এ ছাড়াও থাকে অ্যামালেজ়, ক্যাটালেজ়-এর মতো উৎসেচক। অ্যালো ভেরায় থাকে জ়িঙ্ক, কপার, সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ। এতে থাকে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি মাথার ত্বককে আর্দ্র রাখে, প্রদাহ কমায় এবং খুশকি দূর করে। নতুন চুল গজাতেও সাহায্য করে।
লেবু: লেবুতে ভিটামিন সি থাকে ভরপুর। এটিতে অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে ভাল মাত্রায়। লেবুর অ্যান্টি-ফাঙ্গাল আর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ খুশকি কমাতে সাহায্য করে। এতে থাকা সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে, মাথার অতিরিক্ত তৈলভাব কমায়। এতে থাকা অ্যাসিড মাথার ত্বকের পি-এইচ ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে।
কী ভাবে ব্যবহার করবেন?
২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল বা অ্যালো ভেরা শাঁসের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভাল করে। এ বার মিশ্রণটি মাথায় মেখে ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলেই ভাল কাজ দেবে এই ঘরোয়া প্যাক।