চুলের পুষ্টির জন্য আমলা-রিঠা-শিকাকাই ব্যবহারের কথা বাড়ির বড়রাই বলতেন। নামী দামি ব্র্যান্ডের শ্যাম্পু, হেয়ার সিরাম যখন আসেনি, তখন রিঠা বা শিকাকাই দিয়েই চুলের পরিচর্যা করতেন অনেকে। চুল পড়া বন্ধ করতেও এই ভেষজ উপাদানের উপরেই ভরসা রাখা হত সবচেয়ে বেশি। এখনকার অনেক ব্র্যান্ডের ভেষজ শ্যাম্পুর উপকরণেও দেখবেন রিঠা বা শিকাকাই থাকে। তবে দোকান থেকে কেনা শ্যাম্পুতে আরও নানা রাসায়নিকও মেশানো থাকে। তাই বাড়িতেই শিকাকাই দিয়ে চুলের পরিচর্যা করলে চুলের ঘনত্ব যেমন বাড়বে, চুল পড়া বন্ধ হবে, তেমনই খুশকির সমস্যাও দূর হবে।
শিকাকাইতে থাকে ভিটামিন এ, ডি, ই ও কে, যা চুলের পুষ্টির জন্য জরুরি। শিকাকাই মাখলে চুলের গোড়া মজবুত হবে। চুলের প্রোটিন কেরাটিন তৈরির জন্যও উপকারী শিকাকাই। এটি ব্যবহার করলে মাথার ত্বকের যে কোনও সংক্রমণও প্রতিরোধ করা যাবে। যাঁদের মাথার ত্বকে ব্রণ, র্যাশের সমস্যা আছে, তাঁরা শিকাকাই ব্যবহার করলে ভাল ফল পেতে পারেন।
শিকাকাই কী ভাবে ব্যবহার করবেন?
উপকরণ
২ চা-চামচ শিকাকাই পাউডার
২টি আমলকি শুকিয়ে নিয়ে তার গুঁড়ো
১ চামচ রিঠা
২-৩ কাপ জল
কয়েক ফোঁটা রোজ়মেরি বা ল্যাভেন্ডার অয়েল
আরও পড়ুন:
ব্যবহারের পদ্ধতি
একটি পাত্রে জলের মধ্যে আমলকি, রিঠা ও শিকাকাই পাউডার ভাল করে ফোটাতে হবে। ৫-১০ মিনিট ফোটানোর পরে মিশ্রণটি গাঢ় খয়েরি রঙের হবে। সেটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে।
এ বার এই প্যাকটি অল্প অল্প করে নিয়ে মাথায় ভাল করে মালিশ করতে হবে। ২০ মিনিট রেখে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই ভাল ফল পাবেন। এই প্যাক কন্ডিশনারের মতোও কাজ করবে। শ্যাম্পু করে চুল রুক্ষ হয়ে গেলে এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। কয়েকদিনের মধ্যেই চুল নরম ও মসৃণ হয়ে যাবে।