১. অ্যালোভেরা জেল ও ভিটামিন ই তেলের মিশ্রণ
এই মিশ্রণটি তৈলাক্ত বা মিশ্র ত্বকের জন্য খুবই ভালো। অ্যালোভেরা জেল হালকা, দ্রুত শোষিত হয় এবং প্রদাহ কমায়, আর ভিটামিন ই তেল ত্বক মেরামত ও পুষ্টি যোগায়।
উপকরণ: ১ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩ ফোঁটা ভিটামিন ই তেল ভালোভাবে মিশিয়ে পরিষ্কার মুখে এবং গলায় আলতো করে ম্যাসাজ করুন।২. নারকেল তেল বা বাদাম তেল
২. কাঠবাদামের তেল বা নারকেলের তেল
শুষ্ক ত্বকের জন্য এই দু’টি তেলই ভাল কাজ করে। ত্বকে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই দুই তেল
উপকরণ: কয়েক ফোঁটা ভাল নারকেল তেল অথবা কাঠবাদামের তেল। অথবা দু’টিই এক সঙ্গে মিশিয়ে নিন। একটি চামচে নিয়ে খুব হালকা গরম করে নিন। এ বার ওই তেল আলতো হাতে মুখ এবং গলায় ম্যাসাজ করুন।তবে ত্বকে যদি খুব তৈলাক্ত হয়, তাহলে নারকেল তেল ব্যবহার না করাই ভালো, কারণ এটি লোমকূপের মুখ বন্ধ করে ব্রণের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে বাদাম তেল ভালো বিকল্প।
৩. দই ও মধু
এই মিশ্রণটি ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃতকোষ তুলে দেয়। মধু ত্বককে নরম ও আর্দ্র রাখে।
উপকরণ: ১ চা চামচ টক দই ও ১/২ চা চামচ ভাল মধু মিশিয়ে রাতে পরিষ্কার ত্বকে মাস্কের মতো পাতলা করে লাগান। ১০-১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং এরপর হালকা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।