বলিউডের হাল আমলের নায়িকা তিনি। প্রথম ছবির হাত ধরেই ‘তারা’ হয়ে উঠেছেন। পেয়েছেন পুরস্কারও। তবে তিনি শুধু অভিনেত্রী নন। একই সঙ্গে বেলি ডান্সেও পারদর্শিনী। অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে বি-টাউনে চর্চার শেষ নেই! বিতর্ক, সমালোচনা, গুঞ্জনে ভরা জীবন অভিনেত্রী তারা সুতারিয়ার। নায়িকার অভিনয় নিয়ে তেমন মাতামাতি না হলেও তাঁর রূপরহস্য জানতে আগ্রহী অনুরাগীরা।
রূপচর্চা করতে ভালবাসেন অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ঘরোয়া উপকরণ দিয়েই ত্বকের পরিচর্যা করেন তিনি। কী করে বাড়িতেই ফেস মাস্ক বানান তিনি? তারা বলেন, ‘‘দই, মধু, হলুদগুঁড়ো আর বেসন— চারটি উপকরণ ভাল করে মিশিয়ে মুখে মেখে নিই। মিনিট পনেরো পরে জল ধুয়ে ধুয়ে ফেলি। এই প্যাক আমার ত্বকে জেল্লা নিয়ে আসে মুহূর্তের মধ্যে।’’
ত্বকের প্রায় যাবতীয় সমস্যার সমাধানে হাজির বেসন। মুখে মাখার যে কোনও প্রসাধনীই এখন ত্বকের ধরন, সমস্যা বুঝে কিনতে বলেন রূপচর্চা শিল্পীরা। সেখানে শুধুমাত্র বেসন ত্বকের এত সমস্যা মেটায় কী করে?
১) বেসন এক্সফোলিয়েট করতে সাহায্য করে। তৈলাক্ত, শুষ্ক কিংবা স্পর্শকাতর— ত্বক যেমনই হোক, বেসন ত্বকের কোনও ক্ষতি না করেই মৃত কোষ দূর করে। ত্বকের মসৃণ ভাব বজায় রাখতেও সাহায্য করে।
২) ত্বক উজ্জ্বল করে বেসন। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সরে গেলে স্বাভাবিক ভাবেই ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে। ব্রণ বা মেচেতার দাগ থাকলেও ধীরে ধীরে তা মিলিয়ে যায়।
৩) বাড়িতে বেসন থাকতে দাম দিয়ে ‘পোর্স টাইটেনিং’ টোনার বা প্যাক কিনতে যাবেন কেন? বেসনের সঙ্গে দুধ বা টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক। সপ্তাহে অন্তত দু’-তিন দিন নিয়ম করে এই প্যাক মাখুন। ওপেন পোর্সের সমস্যা অনেকটা সামাল দেওয়া যাবে।
৪) মুখ ব্রণয় ভরে গিয়েছে মানেই অতিরিক্ত সেবাম ক্ষরণ হচ্ছে। বাইরে থেকে সেই তেল শুষে নিতে পারে বেসন। ফেসওয়াশের বদলে দু’বেলা বেসন দিয়ে মুখ ধুয়ে দেখতে পারেন। ত্বক শুষ্কও হবে না, আবার তেলের বন্যাও বইবে না।