Advertisement
E-Paper

টেনিসেরই টুর্নামেন্ট তো? না কি সাজ দেখানোর জায়গা! উইম্বলডনে বলিউড তারকাদের ভিড় নিয়ে বিতর্ক

উইম্বলডনে অতিথিরা কেমন সেজে এলেন, তা নিয়ে বরাবরই আলোচনা হয়েছে। এত দিন সেখানে থাকতেন হলিউডের তারকারা। এ বার বলিউডও রয়েছে। তাই চলছে তাঁদের সাজগোজ নিয়ে আলোচনাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:২৯
উইম্বলডনে নিখুঁত সাজে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া!

উইম্বলডনে নিখুঁত সাজে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া! ছবি : সংগৃহীত।

‘জাহ্নবী কপূর কি জানেন টেনিসের পয়েন্ট কী ভাবে গোনা হয়?’ কিংবা ‘উর্বশী রৌতেলা বুঝবেন তো, ম্যাচে কে জিতলেন, কে হারলেন?’ ‘জ্যাকলিন ফার্নান্ডেজ় কি বাড়িতে কখনও টেনিস ম্যাচ দেখেন?’ ‘উইম্বলডন কি সাজ দেখানোর জায়গা?’ ‘এটা কিন্তু কান চলচ্চিত্রোৎসব নয়!’— এমনই নানা উড়ো মন্তব্যে ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম। তার কারণ, গত কয়েক দিনে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট দেখতে বলিউডের সুবেশী তারকাদের উপচে পড়া ভিড়!

এক বছর আগেও উইম্বলডনে খেলা দেখতে আসার এত বাড়াবাড়ি রকমের আগ্রহ ছিল না বলিউডের নায়ক- নায়িকাদের। গত এক বছরে কি হঠাৎই বলিউড টেনিসপ্রেমী হয়ে উঠল? না কি উইম্বলডনকে কান চলচ্চিত্রোৎসবের মতো সাজ দেখানোর নতুন জায়গা হিসাবে বেছে নিল বলিউড? প্রশ্ন তুলেছেন খাস বলিউডেরই এক অভিনেত্রী সোফি চৌধরি।

সোফি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘৩০ বছর ধরে টেনিস দেখছি। স্কুলের পরীক্ষার পড়ার ফাঁকেও পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসিদের খেলা দেখেছি। এমনকি, ওরা হারলে কেঁদেছিও। এখনও কার্লোস আলকারাজ়, রাফায়েল নাদালদের দেখি। কিন্তু এ বছর আমি অবাক হয়ে দেখলাম বলিউডের তারকাদের। ওঁরা উইম্বলডনে খেলা দেখতে নয়, শুধু নিজেদের সাজ দেখাবেন বলে যাচ্ছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা, প্লিজ় উইম্বলডনকে কান চলচ্চিত্রোৎসবে পরিণত হতে দিয়ো না!’’

১৩ জুলাই শেষ হয়েছে বিশ্বের প্রাচীনতম এবং ক্লাসিক সবুজ কোর্টের লন টেনিস টুর্নামেন্ট, যা টেনিসের গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টগুলির মধ্যে অন্যতম। সেই টুর্নামেন্ট চলাকালীন এবং তার পরেও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে একের পর এক বলিউড তারকার ছবি। মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত সেজে তাঁরা পৌঁছেছেন উইম্বলডনে। ভাগ করে নিয়েছেন উইম্বলডনের গ্যালারিতে উপস্থিত থাকার ছবি। যা দেখে বিরক্তি প্রকাশ করে সোফির মতো অনেকেই বলেছেন, বলিউড নানা সময়ে নানা হুজুগে মাতে। এখন উইম্বলডনই তাদের কাছে নতুন মলদ্বীপ কিংবা কান চলচ্চিত্রোৎসব অথবা নতুন মার্জার সরণি।

কে কেমন সাজলেন?

উইম্বলডনে অতিথিরা কেমন সেজে এলেন, তা নিয়ে যদিও বরাবরই আলোচনা হয়েছে। এত দিন সেখানে থাকতেন হলিউডের তারকারা। এ বার বলিউডও রয়েছে। এমনিতে উইম্বলডনের অতিথিদের সাজের কোনও কড়াকড়ি না থাকলেও বিশ্বখ্যাত ওই খেলার মাঠে স্মার্ট ডেওয়্যার পরারই চল। রঙের ক্ষেত্রে সাদা, নীলের নানা শেড অথবা প্যাস্টেল রঙেরই পোশাক পরতে দেখা যায় অতিথিদের। প্রিন্টেড পোশাক পরলে পোলকা ডট কিংবা ফুল ছাপের পোশাক।

১৪ দিনের ওই টেনিস টুর্নামেন্টে বলিউড থেকে কারা কেমন সাজে হাজির হয়েছিলেন উইম্বলডনে? এক ঝলকে দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা

বিরাট এবং অনুষ্কা অবশ্য এই প্রথম নয়, এর আগেও উইম্বলডনে গিয়েছিলেন বছর দশেক আগে। ২০১৫ সালে সাদা পোশাকে অনুষ্কা এবং নীল স্যুটে বিরাটের উইম্বলডনের গ্যালারিতে বসা ছবি দেখা গিয়েছিল। এ বছর তাঁরা হাজির হয়েছিলেন। অনুষ্কা পরেছিলেন সাদা ব্লেজ়ার প্যান্ট এবং রাল্‌ফ লরেনের স্ট্রে হ্যাট। বিরাটের পরনে ছিল বিস্কিট-রঙা স্যুট।

সোনম কপূর

সোনমও পরেছিলেন রাল্‌ফ লরেনের অফ হোয়াইট স্যুট। সঙ্গে নীল শার্ট আর প্রিন্টেড নীল স্কার্ফ। তবে তার টেনিস র‌্যাকেটের মতো দেখতে ব্রোচটি নজর কেড়েছিল।

প্রীতি জ়িন্টা

প্রীতি রীতি মেনেই নীল রঙের একটি পোলকা ডট ড্রেস পরেছিলেন। সঙ্গের ছোট্ট সাদা ব্যাগ আর সাদা হিলে তাঁর সাজ সম্পূর্ণ। স্বামী জেন গুডএনাফকে দেখা গেল প্রীতির সঙ্গে রং মেলানো ব্লেজ়ার এবং শার্টে।

প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস

সাদা রঙের একটি ক্লাসিক হাইনেক টপ আর তার সঙ্গে গোড়ালি ঝুল সাদা ফ্লেয়ার্ড স্কার্ট পরেছিলেন প্রিয়ঙ্কা। উইম্বলডনে তাঁর সাজ ছিল ‘স্মার্ট এবং এলিগ্যান্ট’। হলিউডের বন্ধু জন চেনার সঙ্গে উইম্বলডনে গিয়েছিলেন প্রিয়ঙ্কা এবং নিক। তাঁদের পোশাকে ছিল নীল রঙের ছোঁয়া। নিক গাঢ় নীল ব্লেজ়ারের সঙ্গে পরেছিলেন সাদা প্যান্ট।

জাহ্নবী কপূর

জাহ্নবী বলিউডের নতুন শৌখিনী। তবে উইম্বলডনে তাঁর সাজ তেমন খুলল না। হালকা নীল চেক চেক হাঁটু ঝুলের স্লিভলেস ফ্রক পরেছিলেন শ্রীদেবী-কন্যা। কোমরে সরু কালো বো বেল্ট। দেখতে খারাপ না লাগলেও জাহ্নবী আলাদা ভাবে কোনও ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে পারেননি বলেই মত ফ্যাশনবিজ্ঞদের।

জাভেদ আখতার এবং সস্ত্রীক ফারহান আখতার

টেনিস দেখতে গিয়েছিলেন কবিও। জাভেদ আখতার তাঁর পুত্র ফারহান আখতার এবং পুত্রবধূ শিবানী দণ্ডেকর গিয়েছিলেন উইম্বলডনের টেনিস ম্যাচ দেখতে। সম্ভবত দু’টি ম্যাচের টিকিট কেটেছিলেন তাঁরা। কারণ শিবানি-ফারহানকে দু’দিন দু’রকম পোশাকে দেখা গেল। জাভেদ অবশ্য সাহেবসুবো সাজেননি। চেনা অলিগঢ়ি পাজামা এবং হাঁটুঝুল পাঞ্জাবিতেই দেখা গেল তাঁকে।

মাসাবা গুপ্ত এবং নীনা গুপ্ত

মাকে নিয়ে উইম্বলডনের ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের পোশাকশিল্পী মাসাবাও। শর্ট স্কার্টে তাঁকে যত না ভাল লাগছিল, তার চেয়ে অনেক বেশি নজর কাড়লেন নীনা গুপ্ত। উইম্বলডনে একটি সাদা ফুল ছাপ শিফন শাড়ি পরেছিলেন তিনি।

জ্যাকলিন ফার্নান্ডেজ়

তিনি কান চলচ্চিত্রোৎসবেও আছেন, আবার উইম্বলডনেও আছেন। জ্যাকলিন পরেছিলেন সাদা ট্রাউজ়ার্সের সঙ্গে সাদা ওয়েস্ট কোট। তবে নজর কাড়ল তাঁর হাতব্যাগ। সাদা পার্সে ঝুলতে দেখা গেল টেনিসের জুতোর ফিতের নকশা এবং একটি সবুজ রঙের টেনিস বল।

সস্ত্রীক মিলিন্দ সোমন

মিলিন্দও তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে নিয়ে উইম্বলডনে হাজির হয়েছিলেন। অঙ্কিতাকে দেখা গেল ফুলছাপ একটি মিডি ড্রেসে। মিলিন্দ পরেছিলেন ছাইরঙা ট্রাক স্যুট।

উর্বশী রৌতেলা

এঁর সাজ ইতিমধ্যেই ভাইরাল। তবে পোশাকের জন্য নয়। সাজের অনুষঙ্গের জন্য। উইম্বলডনে একটি অফ হোয়াইট লেসের ড্রেস পরেছিলেন উর্বশী। তবে তাঁর হাতব্যাগে ঝুলছিল চার চারটি লাবুবু পুতুল, যা এই মুহূর্তে বিশ্বের ‘হটেস্ট ট্রেন্ড’-এর একটি।

অবনীত কৌর

তাঁর কাজের সঙ্গে খুব বেশি পরিচয় নেই অনেকেরই। তবে সমাজমাধ্যমে তিনি সক্রিয়। সিনেমা, ওয়েবসিরিজ়েও দেখা যায় তাঁর মুখ। সেই তিনিও হাজির হয়েছিলেন উইম্বলডনে! সেজেছিলেন খাটো ঝুলের সাদা স্কার্ট আর সাদা ফিটেড টপে। গলায় একটি ফুল ছাপ রুমাল বেঁধেছিলেন অবনীত!

Wimbledon 2025 bollywood celebrities Bollywood Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy