বিয়েবাড়িতে বলিউডের নায়িকারা কী পরেন? নামী পোশাকশিল্পীদের নকশা করা সব পোশাক আশাক। সে সব পোশাক এক ঝলক দেখলেই বোঝা যায়, আমজনতার নাগালে থাকা জিনিস নয় মোটেই। সবই যে ঝলমলে বা প্রচুর কারুকাজ করা, তা নয়। তবু কোথাও যেন বাকিদের থেকে আলাদা। সহজে দেখা যায় না এমন। বড় বড় নামী বলিউডের অভিনেত্রীরা তো বটেই, হালের জাহ্ণবী কপূর, খুশি কপূর, অনন্যা পান্ড্যরাও তেমনই পোশাক পরেই দেখা দেন। তাঁদের সমকালীন অভিনেত্রী সারা আলি খানকে অবশ্য বিয়েবাড়িতে দেখা গেল একেবারে অন্য সাজে!

ছবি: সংগৃহীত।
সইফ কন্যা সারার বিয়েবাড়ির সাজ একেবারে পাশের বাড়ির মেয়েটির মতো। পোশাকে বাড়তি আড়ম্বর নেই। গয়নাও ছিমছাম। রূপটানও প্রায় নেই বললেই চলে। তার পরেও সারার ওই সহজ সাজগোজে মুগ্ধ হয়েছেন ফ্যাশন বোদ্ধাদের একাংশ। তাঁরা বলছেন, সারার সাজগোজে অকারণ বাহুল্য নেই। আবার তিনি যে নামমাত্র সেজেছেন তা-ও বলা যায় না। বরং দেখলে সারার সাজে নজরে পড়বে নব্বইয়ের দশকের অভিজাত পরিবারের মহিলাদের সাজগোজের ছাপ। যা ইদানীং চোখে পড়ে না।

ছবি: সংগৃহীত।
বিয়ের দু’দিনই শাড়ি পরেছেন সারা। দু’দিনই পরেছেন রাজস্থানী বাঁধনি শাড়ি। বিয়ের দিন টুকটুকে লাল শিফন জর্জেটে রঙিন বাঁধনির বুটি। সঙ্গে রঙিন রাজস্থানি জরির ইঞ্চি পাড়। এর সঙ্গে গলায় কুন্দনের হার, মাথায় কুন্দনের টিকলি আর পায়ে রাজস্থানি নাগরা জুতি। মেহন্দির অনুষ্ঠানে আবার সারা পরেছিলেন রানি গোলাপি রঙের বাঁধনি ছাপের শাড়ি। তার সঙ্গে খুবই হালকা একটি হার কানে চাঁদ বালি দুল আর হাত ভর্তি কাচের চুরি পরেছিলেন সারা।

ছবি: সংগৃহীত।
ফ্যাশন বোদ্ধাদের একাংশ বলছেন, সারার ওই সাজে রুচির ছাপ তো রয়েছেই। তার পাশাপাশি রয়েছে সবার থেকে আলাদা করে চোখে পড়ার উপাদানও। কারণ তারকা হয়েও তিনি স্রোতে গা ভাসিয়ে দেননি। নিজের মতো করে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন। সেটা সবাই পারে না।