সারা আলি খান যে বেড়াতে ভালবাসেন, তা ইতিমধ্যেই জানেন অনুরাগীরা। তবে বেড়াতে গিয়ে নানা ভাবে সাজতেও পছন্দ করেন অভিনেত্রী। তা-ও দেখা যায় সারার নেটমাধ্যমের পাতায় চোখ রাখলে।
গ্রীষ্মে ইস্তানবুলে ছুটি কাটাতে গিয়েছেন সৈফ-কন্যা। সঙ্গে বন্ধুরা। ক’দিন ধরেই নানা ধরনের ছবি দেখাচ্ছেন সে দেশ থেকে। অনুরাগীরাও তাই অপেক্ষায় আরও নতুন ছবি দেখার জন্য।
বুধবার সে দেশ থেকে জলকেলির ছবি দেখালেন অভিনেত্রী। টলটলে নীল জলে রামধনু রঙা বিকিনিতে তিনি। তন্বীর উজ্জ্বল সেই সাজের ছবিতে অনুগামীদের ভালবাসার বন্যা বয়ে গেল। পোশাকশিল্পী মনীশ মলহোত্রও মুগ্ধ হয়ে মন্তব্য করলেন।