শীতকালে আবহাওয়া স্বাভাবিক ভাবেই শুষ্ক থাকে। এই সময় ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়। ত্বক কোমল ও মসৃণ করে তুলতে অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে তাতে বিশেষ কোনও লাভ হয় না। ত্বক ভাল রাখতে প্রথমেই জানা উচিত কী কারণে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। সমস্যার মূলে গিয়ে সমাধান করা উচিত। শীতকালে কী কী কারণে ত্বক শুষ্ক হয়ে যায়।
১) অতিরিক্ত মুখ ধোয়ার কারণে শীতকালে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।পরবর্তী বেশ কিছুক্ষণ ত্বক এমন শুষ্ক হয়েই থাকে। তাই যখন প্রয়োজন তখনই মুখ ধুয়ে নিন। জল দিয়ে মুখ ধোয়ার পর ভাল করে ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন।
২) শীতকাল পড়তেই অনেকের মধ্যেই গরমজলে স্নান করার প্রবণতা থাকে। অত্যধিক হারে গরমজলে স্নান করার ফলে ত্বক ভিতর থেকে শুষ্ক হয়ে যায়। এ ছাড়াওত্বকের বিভিন্ন সমস্যাও দেখা যায় গরমজলে স্নান করার ফলে।