ব্রণ-ফুস্কুড়ি, মেচেতার দাগ মেটাতে ঘরোয়া টোটকার উপরে ভরসা করেন অনেকেই। ইদানীং তা আরও জনপ্রিয় হয়ে উঠেছে নেটপ্রভাবীদের দৌলতে। রিল দেখে রূপচর্চার দিকে ঝুঁকছেন কমবয়সিরা। সেই সব টোটকা যে একেবারেই কাজে দেয় না, এ কথা বলা যাবে না। কিন্তু সমস্যা হল, সব জিনিস সকলের ত্বকের পক্ষে উপযুক্ত নয়। না জেনে, না বুঝে মাখলে দাগছোপ আরও গাঢ় হয়ে বসবে। তাই দীপাবলির সময়ে ঝলমলে, মসৃণ ত্বক চাইলে ক্লিনজ়িংয়ের পাশাপাশি স্ক্রাবিংও জরুরি। ফেস স্ক্রাবিং করলে তার নিয়ম জানতে হয়। কী কী উপকরণ ব্যবহার করছেন, তা-ও জরুরি। না হলে র্যাশের সমস্যা দেখা দিতে পারে।
দীপাবলিতে রূপচর্চায় ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু ফেস-স্ক্রাব
আগেকার দিনে মা-ঠাকুমারা স্নানের আগে দুধের সর-ময়দা, কমলালেবুর শুকনো খোসাবাটা দিয়ে ঘরোয়া স্ক্রাব বানিয়ে দিতেন। তারও উদ্দেশ্য ছিল মৃত কোষের পরত সরিয়ে ত্বকের স্বাভাবিক জেল্লা ফেরানো। মুখের ত্বক যেহেতু খুব নরম ও কোমল, তাই স্ক্রাব বাছাই করার সময়ে খেয়াল রাখতে হবে। অনেকেই নুন বা চিনি আর মধুর মিশ্রণ মুখে ঘষে নেন স্ক্রাব হিসেবে। সঙ্গে মেশান লেবুর রস। মনে রাখবেন, ত্বকের প্রকৃতি যা-ই হোক না কেন নুন আর বেশি পরিমাণ চিনি দিলে, তাতে ত্বকের ক্ষতিই হবে। তার চেয়ে দুধের সর ও ময়দার স্ক্রাব অনেক ভাল।
ওট্সের স্ক্রাব
স্পর্শকাতর ত্বকের জন্য বেশি দানাদার স্ক্রাব ভাল নয়। সে কারণে ওট্সের স্ক্রাব ব্যবহার করতে পারেন। ২ চা-চামচ ওট্স গুঁড়িয়ে নিন। এতে যোগ করুন ১ চা-চামচ ছোট দানার ব্রাউন সুগার, ২ চা-চামচ অলিভ অয়েল বা নারকেল তেল। ত্বকের ধরন স্পর্শকাতর হলে হালকা হাতে মালিশ করতে হবে। মিনিট দুই মালিশ করে হালকা গরম জলে ধুয়ে নিন।
মধু-কফির স্ক্রাব
সমপরিমাণ মধু এবং কফি নিন। অর্থাৎ, ২ চামচ মধু নিন, কফিও নিতে হবে ২ চামচ। তার সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। তার পরে ত্বকে মালিশ করুন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব খুব তাড়াতাড়ি মৃত কোষ দূর করে। ত্বক পেলব ও উজ্জ্বল দেখাবে।
আরও পড়ুন:
টক দইয়ের সঙ্গে হলুদ
ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে টক দই এবং কাঁচা হলুদের মিশ্রণ দারুণ কাজ করে। দু’চামচ দইয়ের সঙ্গে এক চামচ হলুদ মেশাতে হবে। তাতে সামান্য মধুও যোগ করতে পারেন। স্নানের আগে নিয়মিত ব্যবহার করলে মুখের কালচে দাগছোপ উঠে যাবে। কনুই, হাঁটুর কালচে দাগও দূর হবে।
অ্যালো ভেরার সঙ্গে শসা
তৈলাক্ত ত্বক থেকে মৃত কোষ সরিয়ে, ত্বকে শীতল স্পর্শ এনে দিতে পারে অ্যালো ভেরা এবং শসার স্ক্রাব। ব্লেন্ডারে অ্যালো ভেরার শাঁস এবং শসা একসঙ্গে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে মুখে ও সারা গায়ে মেখে রাখুন এই স্ক্রাব। রোদে পোড়া ত্বকের জ্বালাভাব কমাতেও দারুণ কাজ করে এই স্ক্রাব।
নারকেল তেল ও চিনি
মেচেতার দাগ নিয়ে যাঁরা নাজেহাল, তাঁদের জন্য খুবই ভাল এই স্ক্রাব। ছোট একটি পাত্রে সম পরিমাণ নারকেল তেল এবং চিনি গুঁড়ো করে মিশিয়ে নিন। ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বকে আর্দ্রতা বজায় রাখতে পারে এই স্ক্রাব। বাজারজাত স্ক্রাবের চেয়ে ভাল ফল পেতে সপ্তাহে অন্তত দু’দিন স্নানের আগে এই স্ক্রাব মাখতে পারেন। এতে অমসৃণ ত্বকও মসৃণ ও জেল্লাদার হয়ে উঠবে।