চুল পড়া, পেকে যাওয়া, রুক্ষ চুল বা খুশকি নিয়ে আমরা যতটা খোলাখুলি আলোচনা করি, উকুন নিয়ে ঠিক ততটাই লজ্জায় থাকি। বিভিন্ন কারণে মাথায় উকুন হতেই পারে। বিশেষ করে সন্তানের মাথায় উকুন হলে তা চিন্তার ব্যাপারই বটে। স্কুল থেকেই বেশির ভাগ ক্ষেত্রে মাথায় উকুন হয় খুদেদের। তবে উকুন শুধু চুলের নয়, স্বাস্থ্যেরও ক্ষতি করে। জেনে নিন উকুন তাড়ানোর কিছু ঘরোয়া টোটকা।
পেট্রলিয়াম জেলি এ ক্ষেত্রে কার্যকরী হতে পারে। নিয়মিত চুলে পেট্রলিয়াম জেলি মাখলে উকুনের সমস্যা দূর হতে পারে।
টি ট্রি অয়েলও কার্যকরী হতে পারে। এতে আছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ, যা উকুন, খুশকির সমস্যা দূর করতে পারে।
আরও পড়ুন:
চুলের অন্যান্য সমস্যার মতোই উকুন মারতেও দারুণ উপকারী ‘হট অয়েল ট্রিটমেন্ট’। ভাল ফল পেতে নারকেল তেলের সঙ্গে অল্প নিম তেল মিশিয়ে নিন। মিশ্রণ গরম করে সারা মাথায় মাসাজ করুন। একই ভাবে সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।
লেবুর রসেও উকুন মরতে পারে। রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন।
চুলে মেয়োনিজ় মাখলেও কাজ হবে। সারা মাথায় ভাল করে মেয়োনিজ় লাগিয়ে ছ’ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন। উকুন তো যাবেই, চুল নরমও হবে।
ভিনিগার উকুন মারতে খুবই উপযোগী। ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড হল উকুনের বিষ। ভিনিগার ও আমন্ড অয়েল বা নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে নিয়ে ভাল করে চুলে ও মাথার তালুতে মালিশ করে নিন। প্রথম জল দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন করলেই উপকার পাবেন।