Advertisement
E-Paper

সন্তানের মাথায় থিকথিক করছে উকুন? ঘরোয়া উপায়ে কী ভাবে দূর করবেন?

স্কুল থেকেই বেশির ক্ষেত্রে মাথায় উকুন হয় খুদেদের। তবে উকুন শুধু চুলের নয়, স্বাস্থ্যেরও ক্ষতি করে। জেনে নিন উকুন তাড়ানোর কিছু ঘরোয়া টোটকা।

These are the best home remedies to remove lice from your child’s hair

উকুন তাড়ানোর কিছু ঘরোয়া উপায় জেনে নিন। ছবি: ফ্রিপিক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১
Share
Save

চুল পড়া, পেকে যাওয়া, রুক্ষ চুল বা খুশকি নিয়ে আমরা যতটা খোলাখুলি আলোচনা করি, উকুন নিয়ে ঠিক ততটাই লজ্জায় থাকি। বিভিন্ন কারণে মাথায় উকুন হতেই পারে। বিশেষ করে সন্তানের মাথায় উকুন হলে তা চিন্তার ব্যাপারই বটে। স্কুল থেকেই বেশির ভাগ ক্ষেত্রে মাথায় উকুন হয় খুদেদের। তবে উকুন শুধু চুলের নয়, স্বাস্থ্যেরও ক্ষতি করে। জেনে নিন উকুন তাড়ানোর কিছু ঘরোয়া টোটকা।

পেট্রলিয়াম জেলি এ ক্ষেত্রে কার্যকরী হতে পারে। নিয়মিত চুলে পেট্রলিয়াম জেলি মাখলে উকুনের সমস্যা দূর হতে পারে।

টি ট্রি অয়েলও কার্যকরী হতে পারে। এতে আছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ, যা উকুন, খুশকির সমস্যা দূর করতে পারে।

চুলের অন্যান্য সমস্যার মতোই উকুন মারতেও দারুণ উপকারী ‘হট অয়েল ট্রিটমেন্ট’। ভাল ফল পেতে নারকেল তেলের সঙ্গে অল্প নিম তেল মিশিয়ে নিন। মিশ্রণ গরম করে সারা মাথায় মাসাজ করুন। একই ভাবে সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।

লেবুর রসেও উকুন মরতে পারে। রসুন থেঁতো করে নিন। লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন।

চুলে মেয়োনিজ় মাখলেও কাজ হবে। সারা মাথায় ভাল করে মেয়োনিজ় লাগিয়ে ছ’ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে নিন। উকুন তো যাবেই, চুল নরমও হবে।

ভিনিগার উকুন মারতে খুবই উপযোগী। ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড হল উকুনের বিষ। ভিনিগার ও আমন্ড অয়েল বা নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে নিয়ে ভাল করে চুলে ও মাথার তালুতে মালিশ করে নিন। প্রথম জল দিয়ে, পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন করলেই উপকার পাবেন।

Lice Hair care Hair Care Tips Scalp Infection

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}