ছোট চোখ নিয়ে অনেকেরই আক্ষেপ থাকে। নায়িকাদের টানা টানা চোখ দেখে অনেকেই ভাবেন, ‘ইস্, চোখটা যদি একটু বড় হত!’ মেকআপের সাহায্যে কিন্তু ছোট চোখ বড় করাই যায়। রূপটান শিল্পীদের ছোট চোখ বড় করে দেওয়ার আর্জি শুনতে হয় প্রায়শ। তাঁরা দক্ষতার সঙ্গে তা করেও দেন। তবে সব বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির জন্য তো আর রূপটান শিল্পীদের বুক করা সম্ভব নয়। কাজল পরার কায়দা জানলেই কিন্তু এই মুশকিল আসান সম্ভব।
উইঙ্গড কাজল: যাঁদের চোখ ছোট তাঁরা এই পদ্ধতিতে কাজল পরতেই পারেন। প্রথমে উপরের ল্যাশ লাইন বরাবর আলতো করে কাজল লাগান, তার পর এটিকে একটি সূক্ষ্ম ডানার মতো টেনে দিন। এই পদ্ধতিতে কাজল লাগালে চোখ বেশ টানা টানা দেখাবে। চোখ যাতে ছোট না দেখায়, তার জন্য নীচের আইলাইনের পুরোটা জুড়ে কাজল পরবেন না। নীচের দিকে কোণ বরাবর অল্প কাজল পরতে পারেন।
দুই রঙের কনট্রাস্টটেই চোখ বড় দেখাবে। ছবি: এআই।
স্মোকি কাজল: ছোট চোখ বড় দেখাতে কাজল পরার এই পদ্ধতিকে রাখতেই পারেন পছন্দের তালিকায়। এই লুকটির জন্য প্রথমে চোখের উপরে কাজল দিয়ে একটি রেখা টানুন। এ বার একটি বাদামি রঙের আইশ্যাডো দিয়ে খুব ভাল ভাবে চোখের উপরিভাগ স্মাজ করে নিন। এ বার কালো কাজল দিয়ে চোখের নীচের আইলাইনে রেখা টানুন। নীচের কাজল যাতে ঘেঁটে না যায়, তার জন্য আইশ্যাডো দিয়ে শেট করতে ভুলবেন না।
ডবল কাজল: এই পদ্ধিতও চোখ বড় দেখাতে কার্যকর। এর জন্য প্রথমে উপরের ওয়াটার লাইনে কালো রঙের কাজল পরুন। নীচের ওয়াটার লাইনের জন্য বেছে নিন বাদামি রঙের কাজল। এই দুই রঙের কনট্রাস্টটেই চোখ বড় দেখাবে।