আক্ষরিক অর্থে কাঁধে সংসার তুলে বেরোতে হয় অনেককে। তাই ব্যাগ কারও জন্য আভরণ, কারও জন্য আবার দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বয়ে চলার উপায়। এ সব ক্ষেত্রে টোট ব্যাগ উপযুক্ত, যা ফ্যাশনের দিকেও নজর দেবে, আবার সংসার বয়ে নিয়ে চলার জন্যও সুবিধাজনক। তবে নিজস্বতা বজায় রাখা দরকার যে কোনও সাজেই। ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিত্বের কথা মাথায় রেখে ৫ রকমের ব্যাগ থেকে বেছে নিন নিজের জন্য।
টোট ব্যাগ মানেই হাতের কাছে যা আছে, সব পুরে নিতে পারবেন তাতে। ধরনধারণ অনেকটা থলির মতো, দেখতে কেবল কেতাদুরস্ত। আর তাই মহিলারা আজকাল এ রকমের ব্যাগ ব্যবহার করছেন বেশি। জায়গা অনেক বেশি, বাহুল্যবর্জিত ডিজ়াইন, অনেকেই এ সব কারণে পছন্দ করেন টোট ব্যাগ। কী কী উপাদানের টোট ব্যাগ হয় দেখুন।
১. ক্যানভাস টোট: ক্যানভাস টোট ব্যবহৃত হয় ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য। রোজের ব্যবহারের জন্য উপযুক্ত ক্যানভাস টোট। ধরা যাক. অফিসে ল্যাপটপ, ভারী জলের বোতল, বই, খাবারভর্তি টিফিনবাটি নিতে হয়, সে ক্ষেত্রে এ সবের জন্য এই ব্যাগই ভাল। হাতল লম্বা হয় বলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সহজে চলাফেরা করা যায়।
ক্যানভাস টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।
২. চামড়ার টোট: একে তো টেকসই, তায় আবার কেতাদুরস্ত। এমন ব্যাগ পেলে কে আর অন্য কিছু খুঁজবেন! মহিলাদের ফ্যাশনের জগতে বেশ কয়েক বছর ধরেই চামড়ার টোট ব্যাগ রাজত্ব করছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যান, অথবা অফিসের মিটিংয়ে, এই ব্যাগ সব জায়গাতেই খাপ খাইয়ে নিতে পারে। চামড়ার নানা রকমের রং বেছে ব্যবহার করতে পারেন।
চামড়ার টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।
৩. নাইলন টোট: নাইলন, অর্থাৎ সিন্থেটিক পদার্থে বানানো। ভারী জিনিস বহন করার জন্য সেরা। ব্যাগের ভিতর জায়গা প্রচুর। নাইলনের টোট ব্যাগের সবচেয়ে বেশি সুবিধা হল, বর্ষার সময়ে ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলি জলরোধী হয়। ফলে বৃষ্টির মাঝে পড়ে গেলে ব্যাগের জিনিসগুলির ক্ষতি হয় না। অনেকে সব্জি বাজারের জন্যও ব্যবহার করেন এই ব্যাগ।
নাইলন টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।
৪. হাতে বোনা টোট: অনেক ধরনের উপাদান দিয়ে বুনে বুনে তৈরি হয় এই টোট ব্যাগ। প্রাকৃতিক ফাইবার, যেমন খড়, পাট ইত্যাদি দিয়ে তৈরি হয়। আর প্রকৃতির ছোঁয়া থাকে বলে ফ্যাশন দুনিয়ায় বিশেষ স্থান অধিকার করেছে এই ধরনের টোট ব্যাগ। সমুদ্রসৈকতে হোক বা কারও বাগানবাড়িতে জমায়েত, অফিসে ক্যাজ়ুয়াল সাজে হাতে বোনা টোট ব্যবহার করতে পারেন।
হাতে বোনা টোট ব্যাগ। ছবি: সংগৃহীত।
ঋতু মেনে উপাদান বেছে নিন। উপলক্ষ বুঝে আকার ও ডিজ়াইন বেছে নিন। টোট ব্যাগ দিয়েই সারা বছরের সাজের বন্দোবস্ত হয়ে যেতে পারে।