বাইরে বেরোলেই কাঠফাটা রোদ। গরমে জামা কাপড় ঘামে ভিজে যাচ্ছে। একটু ছায়া বা ঠান্ডা হাওয়া খানিক স্বস্তি দেয়, কিন্তু গরমের বেরনোর ছাপ থেকে যায় ত্বকে। আর এই গরমে পুড়ে যাওয়া, ত্বকের অন্যতম বড় সমস্যা। গরমের দিনে সূর্যের অতিবেগনি রশ্মির কারণে 'সানবার্ন' হয় ত্বকে। এতে ত্বকে কালচে দাগছোপ পড়ে। চড়া রোদ থেকে চর্মরোগ হতেও দেখা যায়। সে ক্ষেত্রে গালে, ঠোঁটে, ঠোঁটের কোণায় প্রথমে কালচে ছোপ পড়ে। সেখান থেকে ত্বকের ছাল ওঠা, র্যাশ বেরনোর সমস্যা দেখা দেয়। ঠোঁট শুষ্ক হয়ে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে কেবল লিপবাম লাগালে হবে না, ঘরোয়া কিছু পদ্ধতি মেনে চলতে হবে।
ঠোঁটের পরিচর্যা করবেন কী ভাবে?
লেবুর রস
লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ থাকে। যদি র্যাশের সমস্যা না থাকে, তা হলে কালচে দাগ তুলতে লেবু ব্যবহার করতে পারেন। এর সঙ্গে চিনি মিশিয়ে নিলে, দাগছোপ খুব তাড়াতাড়ি উঠে যাবে।
বেসন-টমেটো-লেবু
এই মিশ্রণ ভীষণ ভাল ক্লিনজ়ার হিসাবে কাজ করে। এক চামচ বেসন, একটা টম্যাটো এবং এক চামচ পাতিলেবুর রস। মুখে সমান ভাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'দিন করলে দাগছোপ উঠে যাবে।
আরও পড়ুন:
নারকেল তেল
ঠোঁট শুষ্ক হয়ে গেলে, র্যাশের সমস্যা হলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট নরম থাকবে এবং দাগছোপও উঠে যাবে।
বেসন-পেঁপে-কমলালেবুর রস
এক চামচ বেসনের সঙ্গে দু’চামচ লেবুর রস এবং তিন চামচ পাকা পেঁপের পেস্ট ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটা যেন খুব ঘন না হয়। প্রয়োজনে একটু জল মিশিয়ে নিয়ে পারেন। ৩০ মিনিট ঠোঁটে লাগিয়ে জল দিয়ে ধুলে ফেলুন।