কুর্তা এবং কুর্তি বললেই অনেকে ভাবেন, একই জিনিসের দুই ভিন্ন নাম, কেউ বা ভাবেন, একটি ছেলেদের পোশাক, অন্যটি মেয়েদের। আদপে এই দু’টি পোশাক সম্পূর্ণ ভিন্ন। ভারতীয় পোশাকের জগতে বহু বছর ধরে আধিপত্য বিস্তার করে আসছে কুর্তি এবং কুর্তা। সব লিঙ্গের জন্যই উপযুক্ত হতে পারে এই দুই পোশাক। তবে এত দিন ধরে সমাজে কেবল মহিলাদের পোশাকের ক্ষেত্রেই কুর্তি বেশি ব্যবহৃত হয়ে আসছে। ট্রেন্ডের সঙ্গে সঙ্গে কুর্তা এবং কুর্তির বিকাশ এবং বিস্তার ঘটেছে। কিন্তু দু'টি কেন আলাদা, তা জেনে নেওয়া দরকার। তার আগে জেনে নিন পোশাক দু’টির বৈশিষ্ট্য।
কুর্তা
আপাত ভাবে ক্যাজ়ুয়াল পোশাক। কিন্তু কুর্তা সব রকম উপলক্ষের জন্য উপযুক্ত। অফিস থেকে বোর্ড-মিটিং, ভ্রমণ থেকে পার্টি। কুর্তার ধরন গুনতে বসলে তালিকা শেষ হবে না। এই পোশাক চাপাও হতে পারে, হালকা-ঢিলেঢালাও হতে পারে। কেবল এই দেশে নয়, সারা বিশ্বে এই পোশাকের কদর রয়েছে। মূলত ঢিলেঢালা, কলারহীন, শরীরের উপরের অংশের পোশাক। হাঁটুর উপর বা নীচ পর্যন্ত ঝুল থাকে এগুলির। পাজামা, সালোয়ার, চুড়িদার, জিন্স বিভিন্ন পোশাকের সঙ্গেই জুটি বাঁধতে পারে কুর্তা। তা ছাড়া এই পোশাকের পাশে কাটা থাকে বেশির ভাগ সময়ে।

পাজামা, সালোয়ার, চুড়িদার, জিন্স, বিভিন্ন পোশাকের সঙ্গেই জুটি বাঁধতে পারে কুর্তা। ছবি: সংগৃহীত।
কুর্তি
কুর্তিও ক্যাজ়ুয়াল হতে পারে, আবার আনুষ্ঠানিকও হতে পারে। কুর্তির পাশ কাটা থাকে না। পালাজ়ো, টাইটস, জিন্স, সালোয়ার এবং পাজামার সঙ্গে পরা যায়। ভি-নেক, রাউন্ড নেক, বোট নেক, শোল্ডার, ওয়ান-শোল্ডার, নানাবিধ নেকলাইনে কুর্তি পরা হয়। পছন্দমতো বানিয়েও নেওয়া যায়।

পালাজ়ো, টাইটস, জিন্স, সালোয়ার এবং পাজামার সঙ্গে পরা যায় কুর্তি। ছবি: সংগৃহীত।
কুর্তা এবং কুর্তির মধ্যে পার্থক্য
১। কুর্তা এবং কুর্তির দৈর্ঘ্যই তাদের প্রধান পার্থক্য। কুর্তা সাধারণত লম্বা হয়, যা কাফ মাস্ল পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু কুর্তি সাধারণত ছোট হয়। কোমর বা নিতম্ব পর্যন্ত লম্বা।
২। কুর্তা সাধারণত পাজামা বা চুড়িদারের সঙ্গে পরা হয়। উল্টো দিকে কুর্তি কিন্তু জিন্স, পালাজ়ো, পটীয়ালার সঙ্গে বেশি ভাল মানায়।
৩। কুর্তা পুরুষ এবং মহিলার মতো সব লিঙ্গের মানুষেরাই পরেন। তবে কুর্তি সাধারণত পুরুষদের পোশাক হিসেবে গণ্য করা হয় না।
৪। কুর্তায় কলার থাকে না। কুর্তির রকমফের রয়েছে বলে কলারহীন, কলারযুক্ত, সবই পাওয়া যায়। তবে আজকাল কুর্তাতেও কলার বসানোর চল শুরু হয়ে গিয়েছে।
৫। কুর্তা মূলত হালকা, ঢিলেঢালা এবং লম্বা হয়, কিন্তু কুর্তির আকার তুলনামূলক ভাবে ছোট এবং আঁটসাঁট।
তবে আজকাল অনলাইনের ব্যবসার জমানায় কুর্তা এবং কুর্তির মধ্যে পার্থক্য ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ফলে ক্রেতারা এতে বিভ্রান্ত হচ্ছেন।