Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Alia Bhat

Ranbir-Alia Wedding: রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠান জমজমাট, রইল অতিথির সাজের খুঁটিনাটি

১৩ এপ্রিল, বুধবার কপূরদের পালি হিলের বাড়িতে হয়ে গেল মেহেন্দির অনুষ্ঠান। কেমন সাজলেন রণবীর-আলিয়ার বিশেষ অতিথিরা?

মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা।

মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৪:০৪
Share: Save:

রণবীর কপূর –আলিয়া ভট্টের বিয়ের তারিখ নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষেআজ, বৃহস্পতিবার১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ‘রণলিয়া’ জুটি। ১৩ এপ্রিল ছেলের মেহেন্দি অুনষ্ঠান থেকে ফিরে সেই খবরে সিলমোহর দেন হবু শাশুড়ি নীতু কপূর। বুধবার, বিয়ের আগের সন্ধেতে ‘বাস্তু’তেই বসেছিল বলিউ়ডের এই তারকা জুটির মেহেন্দির আসর। দুই পরিবারের কাছের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা।

সকাল সকাল ছেলে-বউমার মেহেন্দিতে সাদার উপর নানা রঙের সুতোর কাজ করা লেহঙ্গা আর ভারী গয়নায় সেজে‘বাস্তু’তে হাজির হন নীতু কপূর। সঙ্গে মেয়ে ঋদ্ধিমা কপূর। মেহেন্দির অনুষ্ঠানে ঋদ্ধিমার পরনে ছিল সাদা -কালো মেশানো শিফন শাড়ি। সঙ্গে মানানসই গয়না।

লেহঙ্গা আর ভারী গয়নায় সেজে‘বাস্তু’তে হাজির হন নীতু কপূর। সঙ্গে মেয়ে ঋদ্ধিমা কপূর।

লেহঙ্গা আর ভারী গয়নায় সেজে‘বাস্তু’তে হাজির হন নীতু কপূর। সঙ্গে মেয়ে ঋদ্ধিমা কপূর। ছবি: সংগৃহীত

মেহেন্দি দিয়ে নিজের হাতে ঋষি কপূরের নাম লিখলেন নীতু কপূর।

মেহেন্দি দিয়ে নিজের হাতে ঋষি কপূরের নাম লিখলেন নীতু কপূর। ছবি: সংগৃহীত

খুড়তুতো ভাই রণবীরের মেহেন্দির অনুষ্ঠানে হাজির ছিলেন করিশ্মা ও করিনা কপূরও। মেহেন্দি অনুষ্ঠানের জন্য করিশ্মা বেছে নিয়েছিলেন হলুদ রঙের চুড়িদার। অন্য দিকে করিনার পরনে ছিল সাদা রঙের লেহঙ্গা।

মেহেন্দি অনুষ্ঠানের জন্য করিশ্মা বেছে নিয়েছিলেন হলুদ রঙের চুড়িদার।

মেহেন্দি অনুষ্ঠানের জন্য করিশ্মা বেছে নিয়েছিলেন হলুদ রঙের চুড়িদার। ছবি: সংগৃহীত

আলিয়া বিয়ে করছেন আর কর্ণ জোহর আসবেন না তা কি হয়? বুধবার কচি-কলাপাতা আর হলুদ মেশানো চুড়িদার পাঞ্জাবীতে নিজেকে সাজিয়ে হাজির হন কর্ণ জোহর।শোনা যাচ্ছে, আলিয়ার হাতে না কি প্রথম মেহেন্দি ছোঁয়ান তিনিই।

হলুদ মেশানো চুড়িদার পাঞ্জাবীতে নিজেকে সাজিয়ে হাজির হন কর্ণ জোহর।

হলুদ মেশানো চুড়িদার পাঞ্জাবীতে নিজেকে সাজিয়ে হাজির হন কর্ণ জোহর। ছবি: সংগৃহীত

বড় মেয়ে পূজা ভট্টের সঙ্গে ছোট মেয়ে-জামাইয়ের মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিলেন মহেশ ভট্টও।

 মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিলেন মহেশ ভট্টও।

মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিলেন মহেশ ভট্টও।

শুধু মহেশ বা পূজা ভট্ট নন, বাড়ির আদরের ছোট মেয়ের মেহেন্দি অনুষ্ঠানে এসছিলেন সোনি রাজদানও।

মেহেন্দি অনুষ্ঠানে এসছিলেন সোনি রাজদানও।  

মেহেন্দি অনুষ্ঠানে এসছিলেন সোনি রাজদানও।   ছবি: সংগৃহীত

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। এই ছবির পরিচালক তথা রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়কেও সাদা চুড়িদার পাঞ্জাবীতে দেখা যায় মেহেন্দির অনুষ্ঠানে।

রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়কেও সাদা চুড়িদার পাঞ্জাবীতে দেখা যায় মেহেন্দির অনুষ্ঠানে।

রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়কেও সাদা চুড়িদার পাঞ্জাবীতে দেখা যায় মেহেন্দির অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE