উৎসব হোক বা এমনি সময়— সকলেই একটু আধটু সাজগোজ করেন। রূপটান যেমন সাময়িক সৌন্দর্য্য বৃদ্ধিতে সহায়ক, তেমনই তা ত্বক থেকে যথা সময়ে তুলে ফেলাটাও প্রয়োজনীয়। না হলে এর প্রভাব ত্বকের উপর পড়ে। ত্বককে ভিতর থেকে শুষ্ক করে তোলে। রূপটান করার পর কী ভাবে পরিষ্কার করবেন ত্বক?
১) নারকেল তেল ত্বকের জন্য ভীষণ উপকারী। তাই রূপটান তোলার ক্ষেত্রে বাজার চলতি ক্লিনজার ব্যবহার না করে ভরসা রাখতে পারেন নারকেল তেলের উপর।২) অ্যালোভেরা ও মধু— দু’টিই ত্বকের যত্ন নিতে পারে। দীর্ঘ ক্ষণ রূপটানের পর তাই মধু অ্যালোভেরার মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন।