গরম হোক বা বর্ষা— ত্বক বিশেষজ্ঞরা বলেন সানস্ক্রিনের প্রয়োজন সারা বছরই। এমনকি, মেঘলা দিনেও এই ক্রিম মেখে বেরোনোর পরামর্শ দেন তাঁরা। নারী-পুরুষ নির্বিশেষে ত্বক ভাল রাখতে, শরীরের খোলা অংশের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন অত্যন্ত প্রয়োজনীয়।
সানস্ক্রিন মাখলেই যে ত্বক সুরক্ষিত এমন নয়। সানস্ক্রিন মাখারও কিছু নিয়ম আছে যা সব সময় মেনে চলা হয় না। আর তাই সানস্ক্রিন মাখার পরেও তার উপকারিতা অনেকেই পান না। রূপ বিশেষজ্ঞদের মতে, বিশেষ কয়েকটি নিয়ম মেনে সানস্ক্রিন মাখলে ত্বকের জেল্লা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকে না।