চুল হবে ঘন, মসৃণ এবং সুন্দর, এমন স্বপ্নই তো দেখেন সকলে। কিন্তু কী ভাবে রুক্ষ কেশ পাল্টে গিয়ে স্বাস্থ্যোজ্জ্বল হবে, সেই উপায় জানা নেই অনেকেরই। কিংবা এটা-ওটা মেখেও কাজ হয় না। তবে চুলের পরিচর্যায় একবার ব্যবহার করে দেখতে পারেন আর্গন তেল।
উত্তর আফ্রিকার মরক্কোয় আর্গন গাছ জন্মায়। এই গাছের ফলের বীজ থেকে মেলে বাদামজাতীয় দানা। তা থেকেই মেলে এই তেল। গুণাগুণের জন্য অনেকে এই তেলকে ‘গলিত সোনা’ বা ‘তরল সোনা’ নামেই অভিহিত করেন। কেউ বলেন ‘ম্যাজিক তেল’ও।
আরও পড়ুন:
রূপচর্চায়, বিশেষত ত্বকের যত্নে বহু দিন ধরেই আর্গন তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের জন্য প্রস্তুত প্রসাধনীতেও যোগ হচ্ছে এটি। আর্গন তেল চুলে মাখলে কী হবে?
ত্বকের রোগের চিকিৎসক ডেন্ডি এঞ্জেলম্যান বলছেন, আর্গন তেলে রয়েছে ভিটামিন ডি এবং ই। এতে রয়েছে নানা রকম ফ্যাটি অ্যাসিড। অন্য তেলের তুলনায় হালকা আর্গন অয়েল মাখাও সহজ। চুলে আর্দ্রতা জুগিয়ে রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে এটি। তাপের প্রভাবে ক্ষতি হয় চুলের। সেই ক্ষতি রুখতে চুলের বর্ম হয়ে উঠতে পারে তেলটি।
চুলের বাড়-বৃদ্ধিতেও কি তেলটি কার্যকর?
অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন ই-তে ভরপুর আর্গন তেল মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। চুলের গোড়া মজবুত করে। ডেন্ডির কথায়, মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদানই এতে মেলে। চুল ঝরা, ডগা ফাটা কমানোর পাশাপাশি চুলের গোড়া মজবুত করে এটি। চুলের বৃদ্ধিতেও সহায়ক তেলটি।
আমেরিকার তারকাদের কেশসজ্জা শিল্পী অ্যান্ড্রু ফিৎজ়সাইমনসও জানাচ্ছেন, এই তেল কেন এত ভাল। আর্গন তেলে মেলে ফেনল নামক একটি উপাদান, যা চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে। তাঁর পরামর্শ, চুল পাতলা হয়ে গেলে এই তেল মাখা যেতে পারে।
কারা ব্যবহার করবেন তেলটি?
অত্যন্ত হালকা তেলটি সকলেই মাখতে পারেন। তবে চুলের রকমফের অনুযায়ী তার মাত্রা ভিন্ন হবে। ত্বকের চিকিৎসকের পরামর্শ, যাঁদের চুল একটু মোটা ধরনের তাঁরা প্রতিদিন এটি মাখতে পারেন। তবে চুল একটু পাতলা হলে সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই হবে। পাতলা চুলে তেল মাখলে চুল কিছুটা বসে যায়।
নারকেল তেল বনাম আর্গন তেল?
ভারতে চুলে নারকেল তেল মাখার প্রবণতা যথেষ্ট। নারকেল তেল খুব উপকারীও। গুণ বিচারে অবশ্য দুই ধরনের তেলই ভাল। তবে নারকেল তেল একটু চটচটে, ভারী। তুলনায় আর্গন তেল সহজে চুলে মিশে যায়। চটচটে মনে হয় না। আবার কারও চুল খুব বেশি রুক্ষ হলে, তুলনায় নারকেল তেল মাখা ভাল।
কী ভাবে মাখবেন তেলটি?
· মাস্ক হিসাবে ব্যবহার করা যায়, শ্যাম্পুতেও মিশিয়ে নিতে পারেন। কিংবা আর্গন তেলযুক্ত শ্যাম্পু মাখা যায়।
· মাথার ত্বক শুষ্ক হলে বা খুশকি হলে আর্গন তেলের মাস্ক মাখতে পারেন। বাজারচলতি মাস্ক পাওয়া যায়। বাড়িতেও তা বানিয়ে নিতে পারেন। আধ কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ আর্গন তেল মিশিয়ে, পরিষ্কার চুলে মেখে অন্তত ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে শ্যাম্পু করে নিন।
· চুলের ডগা ফাটছে? হাতে কয়েক ফোঁটা আর্গন তেল নিয়ে মাথার ত্বক এবং চুলে মেখে নিন। তেল ভিজে বা শুকনো চুলে মাখা যায়। হালকা ভিজে চুলে এই তেল মাখলেই তেলের পুষ্টিগুণ বেশি শোষিত হবে বলছেন ডেন্ডি।
এ ছাড়াও সিরাম হিসেবেও আর্গন তেল ব্যবহার করা যায়।