চুলের ডগা ফেটে যাওয়া থেকে মাত্রাতিরিক্ত হারে চুল পড়া— চুলের নানাবিধ সমস্যা নিয়ে নাজেহাল হয়ে পড়েন অনেকেই। দূষণের কারণে এই সমস্যা ইদানীং আরও বেশি করে দেখা দিচ্ছে। সমস্যার সমাধানে বিভিন্ন ভাবে চেষ্টার অন্ত রাখেন না কেউই। তবে ফলাফলের কোনও পরিবর্তন শেষপর্যন্ত হয় না। তবে চুলের সমস্যার ঘরোয়া এবং চটদলজি সমাধান লুকিয়ে রয়েছে মুলতানি মাটিতে। অনেক দিন আগে থেকেই ত্বকের যত্ন নিয়ে এসছে মুলতানি মাটি। এ বার চুল ভাল রাখতেও ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।
চুল পড়া কমাতে
মূলত দূষণ, স্নানের জলে আয়রন এবং অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার খেলে চুল পড়ার পরিমাণ বৃদ্ধি পায়। টক দইয়ের সঙ্গে মুলতানি মাটি ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ভাল করে লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন।