Advertisement
১১ মে ২০২৪
Kareena Kapoor Khan

Beauty Secrets: করিনার মতো ত্বক পেতে চান? তার কয়েকটি ফন্দি আছে

জেনে নেওয়া যাক কয়েকটি ফন্দি। যা মেনে চললে পুজোর আগে দিব্যি জেল্লা বাড়বে ত্বকের।

এমন ত্বক পেতে হলে কোন নিয়ম মানতে হবে?

এমন ত্বক পেতে হলে কোন নিয়ম মানতে হবে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২
Share: Save:

ত্বক দেখলেই হিংসা হয়। যেন জল পড়লে পিছলে যাবে। তারকারা এমনই। সে মুম্বইয়ের করিনা-ক্যাটরিনা হোন, কিংবা টলি-পাড়ার কোয়েল, শুভশ্রী। কী যে মাখেন তাঁরা? বাড়ি বসে রোজ মুখের ব্যায়াম করে আর মধু-চন্দন লাগিয়েও তার ধার কাছে পৌঁছনো যায় না।

এমন ত্বকের পিছনে কিছু রহস্য তো আছেই। কী গোপন করেন তারকারা? জেনে নেওয়া যাক কয়েকটি ফন্দি। যা মেনে চললে পুজোর আগে দিব্যি জেল্লা বাড়বে ত্বকের।

১) সানস্ক্রিনের গুরুত্ব কখনও উপেক্ষা করলে চলবে না। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখা অতি জরুরি। তবে ত্বক ভাল থাকবে।

২) শুধু মুখ নয়, ঘাড়েরও যত্ন নিতে হবে। ঘাড়ের ত্বকও মুখের মতো পাতলা। যত্নের অভাবে তাড়াতাড়ি ভাঁজ পড়ে যায়। তাতে চেহারার জেল্লা কমে।

৩) মাঝেমধ্যেই মুখে বরফের টুকরো ঘষে নিন। তাতে ত্বক নরম হবে। ত্বকের তেলতেলে ভাবও উধাও হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

৪) মুখে ক্রিম বা অন্য কোনও কিছু লাগানোর আগে অবশ্যই হাত পরিষ্কার করে নিন। তাতে মুখের ত্বকে জীবণু কম যাবে।

৫) অন্তর্বাস পরে ঘুমোবেন না। বিছানায় যাওয়ার আগে কয়েকটি নিয়ম পালন করুন। মেকআপ তুলে ঘুমোবেন। হাত-মুখ ভাল ভাবে পরিষ্কার করবেন। আর হাল্কা-ঢিলা কোনও পোশাক পরবেন।

৬) হাতের যত্ন নেওয়াও খুব জরুরি। সাজগোজ করার পরে মুখ ছাড়া শরীরের যে অংশটি সবচেয়ে বেশি নজর কাড়ে, তা হল হাত। হাত সুন্দর রাখার চেষ্টা করুন।

৭) চোখের তলায় নিয়মিত মাসাজ করুন। তাতে চোখের নীচের চামড়া টানটান থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kareena Kapoor Khan Beauty Fashion Skin Care Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE