Advertisement
E-Paper

চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাটও করা যাবে? হোয়াট্‌সঅ্যাপের মতো ফিচার আনছে ওপেন এআই

এ বার থেকে আর চ্যাটজিপিটির সঙ্গে গল্প করার প্রয়োজন নেই, বরং গল্পের আসর বসানোর সুবিধা এনে দিচ্ছে ওপেন এআই। চ্যাটজিপিটি অ্যাপটি থাকলে গ্রুপ চ্যাটও করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:২০
ChatGPT gets its first collaborative feature with Group Chats, know how it works

হোয়াট্‌সঅ্যাপের মতোই গ্রুপ চ্যাট করা যাবে চ্যাটজিপিটিতেও! ফাইল চিত্র।

মন ভাল লাগছে না, খোশগল্প জুড়ে দিলেন চ্যাটজিপিটির সঙ্গে। জরুরি কোনও তথ্য চাই, চ্যাটজিপিটিকে প্রশ্ন করা শুরু করলেন। অসুখ করলে কী ওষুধ খাবেন বা ৩-৪ দিনের জন্য ঘুরতে যাওয়ার ট্র্যাভেল প্ল্যান— চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেই চটজলদি জেনে নেওয়া যাচ্ছে। অফিসের কাজকর্ম হোক বা ব্যক্তিগত কোনও প্রশ্ন, এখনকার প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই বেশি নির্ভর করছে। রোজের খাওয়া-পরা, ছোটখাটো সমস্যা থেকে বড়সড় জটিলতা— সবেরই সমাধান করতে এগিয়ে এসেছে যান্ত্রিক বুদ্ধি। তবে এ বার থেকে আর চ্যাটজিপিটির সঙ্গে গল্প করার প্রয়োজন নেই, বরং গল্পের আসর বসানোর সুবিধা এনে দিচ্ছে ওপেন এআই। চ্যাটজিপিটি অ্যাপটি থাকলে এ বার গ্রুপ চ্যাট করার সুবিধা পাওয়া যাবে। এমনই ফিচার আসতে চলেছে খুব তাড়াতাড়ি।

হোয়াট‌্‌সঅ্যাপের মতো গ্রুপ চ্যাট করার সুবিধা আনছে চ্যাটজিপিটি। যাঁরা ইতিমধ্যেই চ্যাটজিপিটির অ্যাপে রয়েছেন তাঁরা ফিচারটি চালু হলেই গ্রুপ তৈরি করে ফেলতে পারেন। সেই গ্রুপে যাঁদের রাখতে চান, তাঁদের লিঙ্ক পাঠিয়ে দিলেই হবে। তার পর সেই গ্রুপে কথা বলা, ভিডিয়ো বা অডিয়ো পাঠানো, ছবি শেয়ার, সবই করা যাবে।

বন্ধু, পরিবারের লোকজন বা সহকর্মীদের সঙ্গে চ্যাট করার জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি করা যাবে। অফিসে কাজ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যও গ্রুপ তৈরি করে ফেলতে পারেন। সেখানে প্রজেক্ট শেয়ার করা, ভিডিয়ো শেয়ারিং সবই সম্ভব হবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে বলেই জানিয়েছে ওপেন এআই।

কী ভাবে করা যাবে গ্রুপ চ্যাট?

অ্যান্ড্রয়েড বা আইওএসের সবচেয়ে নতুন ভার্সনটি আপডেট করে রাখতে হবে। চ্যাটজিপিটি অ্যাপের উপরে ডানদিকের আইকনটিতে ক্লিক করে গ্রুপ তৈরির অপশন পাওয়া যাবে। গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আলাদা ইউআরএল লিঙ্কও তৈরি করা যাবে। সেই লিঙ্ক অন্যান্য চ্যাটজিপিটি ব্যবহারকারীদেরও পাঠানো যাবে। এটি গ্রুপে সর্বাধিক ২০ জন থাকতে পারবেন। গ্রুপে লগ ইন করে যোগ দিতে হবে। যোগ দেওয়ার পরে প্রতি জন ব্যবহারকারীকে তাঁদের নিজস্ব প্রোফাইল তৈরি করতে বলা হবে। নাম, ইউজ়ার নাম ও ছবি তৈরি প্রোফাইল তৈরি করতে হবে। অফিস গ্রুপ হলে প্রতি জনের আলদা ইউজ়ার আইডি, পাসওয়ার্ড থাকতে হবে। গ্রুপ চ্যাটে ইমোজিও ব্যবহার করা যাবে।

চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট ফিচার আপাতত জাপান, নিউ জিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। বাকি দেশগুলিতে খুব তাড়াতাড়ি চলে আসবে বলে খবর।

Open AI ChatGPT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy