সেজে উঠছে বালিগঞ্জের সিমা আর্ট গ্যালারি। একই ছাদের তলায় ছোট্ট এক ভারত যেন। গোটা দেশের শিল্পকলার নিদর্শন দেখতে সেখানে মানুষের ভিড়। শুক্র এবং শনিবারও গ্যালারিতে শিল্পপ্রেমীরা জড়ো হয়েছিলেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ‘আর্ট ইন লাইফ’ প্রাক্-পুজো প্রদর্শনী শুরু হতে চলেছে। আর তার আগে প্রদর্শনীর অংশগ্রহণকারীদের নিয়ে দু’দিনব্যাপী আড্ডার আয়োজন করা হয় সেখানে। প্রথম দিন ফ্যাশন ডিজ়াইনার আয়ুষ্মান মিত্র, অর্থাৎ ‘বোবো ক্যালকাটা’র কর্ণধারের সঙ্গে আলোচনায় বসেছিলেন অভিনেত্রী মুনমুন সেন। দ্বিতীয় দিন কলকাতা শহরের বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের মুখোমুখি হন প্রদর্শনীর শিল্পীরা।
কোথাও হাতে বানানো শাড়ি, কোথাও বা কাঠে খোদাই করা বসার জায়গা, কোথাও গয়নার সম্ভার, কোথাও বা ব্যাগের। গৃহসজ্জার জন্য কোস্টার থেকে শুরু করে প্রদীপদানি, নিজেকে সাজানোর জন্য পোশাকের মেলা— বিভিন্ন মূল্যের জিনিস রাখা রয়েছে গ্যালারিতে। যেমন ভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ে পৌত্র তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের কিছু শিল্পবস্তুর দেখা মিলবে সিমাতে। নিত্যদিনের প্রয়োজনীয় উপকরণে সাহিত্য-শিল্পের ছোঁয়া। তা সে 'প্যারাডাইস লস্ট'-এর ছবি খোদাই করা ধাতব ছবির ফ্রেম হোক বা স্বর্ণচাঁপা খোদাই করা কোস্টারের সেট। আগামী সোমবার থেকে আরও কিছু শৌখিন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে সেখানে, যা আদপে শিল্পেরই উদাহরণ।
‘আর্ট ইন লাইফ’ প্রাক্-পুজো প্রদর্শনী। নিজস্ব চিত্র।
সিমা আর্ট গ্যালারির অধিকর্তা রাখী সরকার জানালেন, নেপাল, ফ্রান্স, চিন, ইটালির দূতাবাসের প্রতিনিধিদের পাশাপাশি শিল্পজগতের বিশিষ্টদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল শনিবার। তাঁর কথায়, ‘‘বস্ত্রশিল্প এবং হস্তশিল্পের জগতের বিশিষ্টদের সঙ্গে কলকাতা শহরের বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল। এক ছাদের তলায় শিল্পকলার এত নিদর্শন দেখে খুবই বিস্মিত হয়েছেন। সমস্ত প্রদেশের অথেন্টিক কাজ এখানে রয়েছে বলে এটিকে তো ছোটখাটো এক ভারতও বলা যায়। সে ভাবেই খুব বেছে বেছে গোটা ভারতের শিল্পকর্ম এখানে এনে রাখা হয়। তাঁরা নিজেরাই খুশি হয়ে বলেছেন, দূতাবাসের সকলকে এখানে পাঠাবেন।’’
নানা দূতাবাসের প্রতিনিধি এবং শিল্পপ্রেমীদের সঙ্গে পরিচয় করানোর জন্য কয়েক জন শিল্পীকেও শনিবার আমন্ত্রণ জানানো হয়েছিল সিমা আর্ট গ্যালারিতে। যাঁদের শিল্পীসত্তার নিদর্শনে সেজে উঠেছে এই গ্যালারি, তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করারও সুযোগ করে দেওয়া হয় সিমা-র তরফে। যেমন ‘অনুষ্কা’ তাঁদের ব্যাগের সম্ভার নিয়ে কথা বলতে এসেছিলেন গ্যালারিতে। ৩৭ বছরের পুরনো এই ব্র্যান্ডের কর্ণধার ভাস্কর বসু বললেন, ‘‘আমার মা এই কাজ শুরু করেন। এখন সিয়াটেল থেকেই আমি ‘অনুষ্কা’র দেখভাল করি। এত দশক পরে কলকাতা শহরের সুখ্যাতি-সম্পন্ন গ্যালারি সিমা-য় আনতে পেরে আমরা খুব খুশি। এই গ্যালারির এক ইতিহাস রয়েছে। সেখানে এত নামজাদা শিল্পীর সঙ্গে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা আপ্লুত। আমাদের ‘অনুষ্কা’য় যাঁরা কাজ করেন, সেই কারিগরদের উদ্যাপন করাই আমাদের লক্ষ্য। যাঁরা এই ব্যাগগুলি কিনছেন, তাঁদের নানাবিধ অনুভূতি, নানা রকমের অভিব্যক্তিকে ফুটিয়ে তুলছে ব্যাগের আঁকাগুলি।’’
আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিমা গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। গ্যালারি খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।